সাতক্ষীরা-১ আসনের ২৫ প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহ
সাতক্ষীরা-১ (জাতীয় সংসদ-১০৫) তালা-কলারোয়া সংসদীয় আসনের বিপরীতে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৫ জন প্রার্থী তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে আওয়ামী লীগের ১৫ জন, বিএনপি’র ৬ জন এবং জাতীয় পার্টিসহ অন্যান্য দলের ৪ জন।
গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে ওইসব প্রার্থীরা তাদের নিজ নিজ রাজনৈতিক কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, সাবেক এমপি বিএম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট অনিত মুখার্জী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, কলারোয়া উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মন্ময়, কলারোয়া উপজেলা আ.লীগের অর্থ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সোহাগ, সাবেক ছাত্রলীগ নেতা আহসান কবীর টুটুলসহ মোট ১৫ জন।
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সাতক্ষীরা জেলা বিএনপি’র সভাপতি, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তার সহধর্মীনি এ্যাড.শাহানারা পারভীন বকুল, কলারোয়া উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক পৌর মেয়র আখতারুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ.সভাপতি আতিকুজ্জামান রিপন, জাসাসের কেন্দ্রীয় কমিটির নেতা আরিফুজ্জামান মামুন, বিএনপি নেতা ওয়াসেল উদ্দীনসহ মোট ৬জন।
জাতীয় পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বর্তমান জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম মুনছুর আলী।
ওযার্কাস পাটি থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বর্তমান এমপি এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ ও জাসদের ওবায়েদুস সুলতাল বাবলুসহ ৪জন।
এসব প্রার্থীর দলীয় মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন স্ব-স্ব রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন