মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সাতক্ষীরা সরকারি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি রবি

জার্মানীতে বিশ্ব সন্ত্রাসবাদ বিরোধী সংগঠনের ওয়ার্ল্ড এন্টি টেরোরিজম অর্গানাইজেশন এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করায় সাতক্ষীরা সরকারি কলেজের আয়োজনে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস কুমারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, আমি আপনাদের ভালবাসায় সিক্ত, আপনাদের এই ভালবাসা আমাকে আগামী দিনের চলার পথে প্রেরণা যোগাবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পর্ষদ সম্পাদক আমান উল্লাহ আল-হাদী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ এস.এম আফজাল হোসেন, রাষ্ট্র বিজ্ঞান’র বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা জ্যেৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ।
সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি এমপিকে লাল গালিচা সংবর্ধনা ও গাড অব অনার সম্মান প্রদর্শণ করা হয় এবং সংবর্ধিত অতিথিকে ফুল, ক্রেস্ট ও মানপত্র তুলে দেওয়া হয়।
এসময় সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক সন্দীপ দাস।

নেবাখালী গ্রামে মহিলাদের সাথে উঠান বৈঠকে
আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সদরের ০৫ নং শিবপুরপুর ইউনিয়নের নেবাখালী গ্রামে ০৬ নং ওয়ার্ডে সিরাজুলের বাড়ির উঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে মহিলাদের নিয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবে।
এসময় ব্ক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, পলাশ মাস্টার, নারী নেত্রী মনোয়ারা খাতুন, মাহাবুব হাসান মিলন, ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান প্রমুখ।
এসময় স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাসের শর্য্যা পাশে এমপি রবি
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অসুস্থ্য এনামুল হক বিশ্বাসকে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনারী কেয়ার সেন্টারে ৫নং বেডে শর্য্যা পাশে মঙ্গলবার বিকালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মুক্তিযোদ্ধা এনামুল হক বিশ্বাস সোমবার রাতে স্ট্রোক জনিত কারনে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনারী কেয়ার সেন্টারে ৫নং বেডে চিকিৎসাধীন আছেন। এসময় সাংসদ মীর মোস্তাক আহমেদ রবি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রুখসানা পারভীন, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সাতক্ষীরা সদর হাসপাতালের অফিস সহকারি আক্তার হোসেনসহ চিকিৎসক ও পরিবারের সদস্যরা।

মিজানুরের মৃত্যু, জেলা আওয়ামীলীগের শোক
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য বর্ষিয়াণ রাজনীতিবিদ ডা. মিজানুর রহমানের মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে স্ট্রোক জনিত কারনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
এদিকে তার মৃত্যুতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে মঙ্গলবার দুপুরে সদরের বল্লী ইউনিয়নে মরহুমের গ্রামের বাড়িতে গেলেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মরহুমের বাড়িতে সমবেদনা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, শেখ শফি উদ্দিন সফি, আওয়ামীলীগ নেতা শাহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, পারভেজ, পলাশ মাস্টার ও ইউপি সদস্য সামছুর রহমানসহ দলীয় নেতা কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ।
বাদ আসর মরহুমের নামাজে জানাযা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র