রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অধ্যক্ষ-প্রতিষ্ঠাতা সভাপতির দ্বন্দ্বে সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজে গন্ডগোল

সাতক্ষীরায় শহীদ স্মৃতি কলেজে পূর্ব শত্রুতার জের ধরে শনিবার সকালে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে সন্ত্রাসী হামলা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেছেন কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান।

অভিযোগের বিবরণে জানা যায়, শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের সময় সদরের বাঁশদহা’র সাঁতানী গ্রামের মৃত মোকছেদ আলী ঢালী’র ছেলে ডা. সহিদুর রহমানের নেতৃত্বে রামদা, শাবল, চাইনিজ কঁড়াল, জিআই পাইপ, লোহার রড, হাতুরীসহ মারাত্বক দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮ জনের একটি সন্ত্রাসী বাহিনী শহীদ স্মৃতি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে হামলা করে।

এসময় কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক ও কলেজের প্রধান অফিস সহকারী মাগফুর রহমানকে ভয়ভীতি দেখিয়ে অধ্যক্ষ’র রুমের চাবী দিতে বললে রাজী না হওয়ায় তাদের রুম থেকে জোর পূর্বক বের করে দেয় তারা।

কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান বলেন, সন্ত্রাসী বাহিনী আমার কলেজের কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারীর লক ভেঙ্গে কলেজের মুল্যবান কাগজ পত্র এলোমেলো করতে থাকে। আমি আসামীদের বাঁধা দিতে গেলে ডা. সহিদুর রহমান বোর্ডের ভিসি ও আমাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। সে সময় মৃত আতিয়ার রহমানের ছেলে মো. নাজমুল কবির ও মৃত নাসির উদ্দিনের ছেলে মো. বাবুল আক্তার, মতিয়ার রহমান ঢালীর ছেলে মো. কামরুল বাসার লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে আমার শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে। ডা. সহিদুর রহমান তার সন্ত্রাসী বাহিনীকে বলে ওকে শেষ করে দে।

এসময় সন্ত্রাসী বাহিনীরা আমাকে জিআই পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে রক্তাক্ত জখম করে। ঐ সময় কলেজের ভুগোল বিভাগের প্রদর্শক আলমগীর কবির আসামীদের বাঁধা দিলে বাঁশদহা এলাকার মৃত আকবর আলীর ছেলে আব্দুল- আল-মাহমুদ লোহার রড দিয়ে তাকে মাথায় আঘাত করতে গেলে সে ডান হাত দিয়ে রক্ষা করতে গেলে ডান হাতে হাড়ভাঙ্গা জখম হয়। এসময় একই এলাকার মৃত মতিয়ার রহমান ঢালীর ছেলে মো. কামরুল বাসার আলমগীর কবির’র ড্রয়ার হতে কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন ফিস এবং অন্যান্য হিসাব নিকাশের নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এসময় কলেজের ছাত্র-ছাত্রীদের নামীয় কাগজপত্র ও কলেজের কাগজ পত্র বিনষ্ট করে। এছাড়াও সন্ত্রাসী বাহিনী কলেজের মুল্যবান জিনিস পত্র ভাংচুর করে। যার মুল্য প্রায় ৭০ হাজার টাকা। এসময় সন্ত্রাসী বাহিনী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের আগামীতে কলেজে প্রবেশ করলে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে শিক্ষার্থী ও সচেতন মহল শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী বাহিনীর হামলাকারীদের দৃষ্ট্রান্তমুলক শাস্তির দাবী ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছে- সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজটি সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম ভিটা বাঁশদহা অবস্থিত। বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর ডাক্তার শহিদুর রহমান (সহযোগী অধ্যাপক, পিজি হাসপাতাল) এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন কলেজটি। প্রতিষ্ঠালগ্ন থেকে ডাক্তার সাহেব সভাপতির দায়িত্ব পালন করছিলেন। কলেজের বর্তমান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা (চেয়ারম্যান) এবং ডাক্তার শহিদুর রহমান এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ লেগেছিল।
শনিবার বেলা ১১ টার দিকে ডাক্তার শহিদুর রহমান এবং তার লোকজন কলেজে প্রবেশ করলে অধ্যক্ষ এবং ডাক্তার সাহেব এর মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। অধ্যক্ষ তার অফিস রুমে প্রবেশ করতে চাইলে ডাক্তার শহিদুর রহমান এর ভাতিজা কামারুল ইসলাম অধ্যক্ষকে তার রুমে যেতে বাধার সৃষ্টি করে।
কথা কাটাকাটির একপর্যায়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়। তখন পাশে থাকা শিক্ষক মন্ডলী এসে ডাক্তারের ভাতিজা কামারুলকে অধ্যক্ষের রুমে আটকে রাখে এবং সাতক্ষীরা থানায় খবর দেয়।
পরবর্তীতে থানা থেকে পুলিশ এসে কামরুলকে হেফাজতে নেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র