মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

লুৎফর-লিটনদের বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরা প্রেসক্লাবে ব্রহ্মরাজপুরের ইউপি সদস্য মিঠুর সংবাদ সম্মেলন

এতোদিন নির্বিঘ্নে জামায়াত করেছেন সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামের লুৎফর রহমান শেখ। ২০১৩ সালে রামচন্দ্রপুর মোড়ে জামায়াত শিবিরের তান্ডবকালে নিজেই তাদের সকাল-দুপুরের খাবার খাইয়েছেন। এখন তার পরিচয় তিনি ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। এই পরিচয়ে বেশ রয়েছেন তিনি। অথচ আমি নিজে সে কমিটর সাংগঠনিক সম্পাদক হিসাবে কিছুই জানি না। এ সময় তিনি ৬নং ওয়ার্ড কমিটির তালিকা দেখিয়ে বলেন এতে তার কোন নাম নেই।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য তুলে ধরেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য, দৈনিক কালের চিত্রের সাংবাদিক, আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সদস্য ও বিডিএফ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম মিঠু।

লিখিত বক্তব্যে তিনি বলেন- ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনের পর থেকে পরাজিত প্রার্থী যুবদল নেতা খুরশীদ আলম ও তার অনুসারীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগের হাইব্রীড নেতা শেখ লুৎফর রহমান ও যুবলীগের মাহমুদ হোসেন লিটন। নির্বাচনে তাদের ভরাডুবির পর থেকে তারা আমার পিছু ছাড়ছে না। আমাকে হেনস্থা করার জন্য জনপ্রতিনিধি হিসাবে আমার যা করনীয় তার বিপক্ষে দাঁড়িয়ে ওই চক্রটি জনগনকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে।

ব্রহ্মরাজপুর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের বিভিন্ন গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক বাসিন্দাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিঠু বলেন সম্প্রতি আমি চেষ্টা চালিয়ে বড়খামার গ্রামের ধনী ব্যক্তি জব্বার কারিকর ও তার শরিকদের দখলে থাকা স্থানীয় মাদ্রাসার ৯ কাঠা জমি উদ্ধার করে দিয়েছি। এতে ক্ষুব্ধ হয়ে জব্বার কারিকর তার বর্গাদারদের দিয়ে আমার বিরুদ্ধে নানা প্রচারনায় নেমেছে। এর সাথে যুক্ত হয়েছে লুৎফর রহমান শেখ ও মাহমুদ হোসেন লিটন। বড়খামার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক মাহফিলে জব্বার কারিকর নিজেই বলেন ‘সারা জীবন দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এসেছি’।

মিঠু তার বক্তব্যে আরও বলেন তার স্কুল পড়–য়া ভাতিজিকে নিয়ে একটি ঘটনার মামলায় পুলিশ আমিনুর রহমান, ঝরনা বেগম, আদম আলি ও আবদুল হাইসহ কয়েকজনের বিরুদ্ধে চার্জশীট দিয়েছে। গ্রাম পুলিশের সহায়তার মনির ও রউফের বাড়ি থেকে দুটি চোরাই পানির মোটর জব্দ করা হয়। এ ব্যাপারে আমি পুলিশকে সহায়তা করেছি। ভ্যান চালক প্রতিবন্ধী মুনসুর আলির চটকা গছে কেটে নেওয়ার ঘটনায় জব্বার কারিকর ও তার শরিকদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা দিতে নানান বাহানা করায় আরও একটি ঘটনার সৃষ্টি হয়েছে। বড় খামার গ্রামে মাছ চুরির ঘটনায় আটক হয় ফজর আলি। জেল খেটে সে বাড়ি ফিরেছে। পুলিশ তার বিরুদ্ধে চার্জশীট দিয়েছে।

মিঠু তার বক্তব্যে আরও বলেন- এসব ঘটনাকে পুঁজি করে মাহমুদ হোসেন লিটন ও শেখ লুৎফর রহমান তার বিরুদ্ধে মিথ্যা প্রচারনায় নেমেছে।
তিনি বলেন- লুৎফরের পুরো পরিবার জামায়াত শিবির করে। তার বড় ভাই আব্দুল জব্বারের নামে সাতক্ষীরা সদর থানায় নাশকতার মামলা রয়েছে। মামলা নং-৪৬, তাং-২৬/০১/১৭ ইং। এই মামলায় সে এজাহারনামীয় ৪নং আসামী। ব্রহ্মরাজপুর বাজারে লুৎফরের রয়েছে বৈশাখী ডেকোরেটর। সেখানে নিত্য আওয়ামী লীগ নেতাদের বসিয়ে নিজের জামায়াতি গন্ধ দুর করার চেষ্টা করছে। রেজাউল করিম মিঠু বলেন তার মা লাকিয়া বেগম ১৯৯৬ সালে ব্রহ্মরাজপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন। ২০০৫ সালে আমি বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলাম। এখন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ছোট ভাই মনিরুজ্জামান তুহিন জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক।

মিঠু আরও বলেন- লিটন-লুৎফর চক্রটি কিছু মানুষকে ভুল বুঝিয়ে তার বিরুদ্ধে গন আবেদন করে আমাকে বিপাকে ফেলার হুমকি দিচ্ছে। বিভিন্ন দফতরে পাঠিয়ে তারা আমাকে হেনস্থা করতে চায় বলে জানান মিঠু। তিনি এ বিষয়ে সকল সংবাদকর্মী ও প্রশাসনের দৃষ্টি আকষর্ন করেছেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেলারডাঙ্গার আমের আলি, শামসুর আলি, নজরুল ইসলাম, এবাদুল ইসলাম, উমরাপাড়ার সাজ্জাদ আলি, আবুল হোসেন, ইনসাফ আলি, সাবেক ইউপি সদস্য আবদুর রাজ্জাক, মিজানুর রহমান, জোবেদ আলি, আমজেদ আলি, জাফর আলি প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র