রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবন্ধীদের মাসিক ৩ হাজার টাকা করে বরাদ্ধ ও সকল প্রতিবন্ধীকে ভিজিএফ কার্ড প্রদানের দাবিতে সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রতিবন্ধীদের সেমাই, চিনি ও সোয়াবিন তেল বিতারণ করা হয়েছে।

শনিবার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এ সমাবেশ ও বিতারণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, জাতীয় অন্ধ সংস্থার সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, প্রতিবন্ধী পূর্নবাসন নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী নুর জাহান খাতুন, নির্বাহী সদস্যা রেহেনা পারভীন, দৃষ্টি প্রতিবন্ধী আসাদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, কালিগঞ্জের মোঃ গোলাম রব্বানী, দেবহাটার আকবার আলী, আব্দুস সাত্তার, জাহিদ হোসেন, জামাত আলী সহ সংস্থার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,গত জুন মাসের শেষ সপ্তাহে ২ হাজার কেজি চাউল জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে উত্তোলন করে নিয়েছে। এব্যাপারে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। আগামী ৩১ আগস্টের মধ্যে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, আমরা প্রতিবন্ধী। আর বর্তমান সরকার প্রতিবন্ধীদের প্রতি খুব আন্তরিক। তিনি প্রতিবন্ধীদের জন্য মাসিক ৭শ টাকা করে সম্মানি ভাতা দিচ্ছে। কিন্তু বর্তমান বাজারে সেই অল্প টাকায় সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

এজন্য মাসিক ৩ হাজার টাকা করে বরাদ্ধ দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি আকুল আবেদন জানান। পৌর এলাকায় কোনো প্রতিবন্ধীকে ভিজিএফ কার্ড প্রদান করা হয়নি। অথচ সরকার সকলের জন্যই বরাদ্ধ দিয়েছেন। যারা কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে যেন কার্ড দেওয়া হয় সে ব্যাপারে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান। বক্তারা আরো বলেন, বর্তমানে একটি কুচক্রি, স্বার্থান্বেষী মহল সাতক্ষীরা জেলা প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতি ও জাতীয় অন্ধ কল্যান সংস্থা ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত। অনেকেই প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী সেজে সংগঠনকে ধ্বংস করার পায়তারা করে স্বার্থ হাসিল করার চেস্টা করছে।

এসকল দোষীদের থেকে সজাগ থাকতে এবং তাদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে।

সমাবেশ শেষে প্রতিবন্ধী পূর্নবাসন কল্যাণ সমিতির পক্ষ থেকে জেলায় মোট ৪শ প্রতিবন্ধীকে ঈদ উল আযহা উপলক্ষে সেমাই, চিনি ও সোয়াবিন তেল বিতারণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র