বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সংবর্ধনা

মানসম্মত প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় খুলনা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হওয়ায় সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনকে সংবধর্না দেওয়া হয়েছে।

সোমবার সকালে জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

একই অনুষ্ঠানে খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসান ও শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য মনোনীত হওয়ায় তাদেরও সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে কালিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান।

কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাসুম, কালিগঞ্জ থানার ওসি লস্কর জায়াদুল হক, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত ব্যক্তিদের সম্পর্কে বলেন, জেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যে কর্মযজ্ঞ চলছে তা প্রশংসনীয়। আর এর স্বীকৃতি স্বরূপ তারা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন। তাদের কর্মযজ্ঞে এক সময় সাতক্ষীরা হবে দেশের রোল মডেল। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সংবর্ধনা স্মরক দেওয়া হয়। পরে উপজেলার মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস রুম নির্মাণে ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ও মডেম দেয়া হয়।

সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন
‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’। জেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, উৎপাদন, শিল্প, সাহিত্য সব কিছুরই সম্মেলন ঘটবে এই স্লোগানে। এরই মধ্যে এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাসেম মো. মহিউদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে সাতক্ষীরারও অগ্রগতি হচ্ছে। সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অন্যতম উল্লেখ করে প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কেবলমাত্র সুন্দরবনই সাতক্ষীরাকে পরিচিত করেনি। এই জেলার আম, মাছ, প্রাণিসম্পদ, সন্দেশ, গোদুগ্ধ, অধিক মাত্রায় খাদ্য শস্য বিশেষ করে ধান ও সবজি উৎপাদন-এই জেলাকে সমৃদ্ধ করেছে। তিনি বলেন, জেলার শ্যামনগরে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার অনিন্দ্যসুন্দর সুন্দরবন দর্শনকে যেমন খুব কাছে এনে দিয়েছে, তেমনি দেবহাটার দৃষ্টিনন্দন মিনি সুন্দরবন, সদর উপজেলার বাঁকালে মনোরম ইকোপার্ক, তালার পাটকেলঘাটায় কপোতাক্ষ তীরের নজরকাড়া নীলিমা পার্ক, আশাশুনির কেওড়া পার্ক, কালিগঞ্জের নদী তীরের ইকো পার্ক সাতক্ষীরাকে আরও পরিচিত করেছে। অচিরেই সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জে পর্যটন মোটেল গড়ে তোলা হবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, সাতক্ষীরার মুস্তাফিজ ও সৌম্য সরকার বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। এই ধারা অব্যাহত থাকলে সাতক্ষীরা আরও সমৃদ্ধি লাভ করবে। জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগিতা ও হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া অনুষ্ঠান উদ্ভাবকের খোঁজের প্রচারণায় এটুআই প্রকল্পের আওতায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। এতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য পড়ে শোনান জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক। এসময় জেলা প্রথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র