সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরা কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ বখাটের বিরুদ্ধে

বখাটেদের উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে নির্মম প্রহারের শিকার হয়েছেন কলেজ ছাত্রী মাহফুজা খাতুন। তার বুকের হাড় পাঁজর ভেঙ্গে গেছে। দেহের নানা স্থান আঘাতে জর্জরিত হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানা কোনো মামলা না নেওয়ায় বখাটেরা উৎসাহ বোধ করছে। অপরদিকে মাহফুজার পরিবারও হয়ে পড়েছে আতংকিত।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন কলেজ ছাত্রী মাহফুজা ও তার পরিবারের সদস্যরা।

এ সময় তার বাবা মোকছেদ আলি গাজি, মা আলেয়া পারভিন, বোন মারুফা খাতুন, চাচী লায়লা খাতুন, বোন মরিয়ম বেগম, চাচা লোকমান হাকিম, ভাগনে সালাহউদ্দিন ও মো. মহসিন আলি উপস্থিত ছিলেন।

শ্যামনগর উপজেলার পশ্চিম আটুলিয়া গ্রামের মোকছেদ আলি গাজির মেয়ে মাহফুজা বলেন- তিনি আটুলিয়া এ কাদের কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। এ কারণে কলেজে যাওয়া ছাড়াও প্রাইভেট পড়তে যেতে হয় তাকে। তিনি জানান যাতায়াতের পথে তার প্রতিবেশি বহু বিবাহের নায়ক আকবর আলি তাকে প্রায়ই উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে অসভ্য ভাষায় গালাগাল করে। নোংরা কথা বলে। তাকে বারবার কুপ্রস্তাব দেয়। মাহফুজা এসব প্রস্তাবে সম্মত না হওয়ায় আকবর নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়।

অভিযোগ করে তিনি বলেন- গত ২২ এপ্রিল সকালে গোসল করতে যাবার পথে আকবর গাজি, নজরুল গাজি,আনিসুর গাজি, আনসার গাজি, শফিকুল গাজি, আনিছুর রহমান গাজি ও আতাউর রহমান মোটর সাইকেলে এসে তাকে জোর করে অপহরনের চেষ্টা করে। এ সময় তার বোন মারুফা ও ভাবী আলেয়া ছুটে এলে অপহরনকারীরা তাকে বেপরোয়াভাবে মারপিট করতে থাকে। তার পরনের কাপড় চোপড়ও ছিঁড়ে ফেলে। তাদের হামলায় মাহফুজা ছাড়াও বোন মারুফা ও ভাবী আলেয়া আহত হন। পরে তারা হাসপাতালে চিকিৎসা নেন। আঘাতে মাহফুজা গুরুতর আহত হন।

মাহফুজা খাতুন আরও বলেন- অপহরনকারীরা হুমকি দিয়ে বলেছে এ নিয়ে কোথাও জানাজানি করা হলে ফল ভালো হবে না। তাকে এবার পেলে তুলে নিয়ে যাওয়া হবে।

তিনি জানান- এ বিষয়ে তার বাবা শ্যামনগর থানায় অভিযোগ দিলেও পুলিশ তা রেকর্ড করেনি। পরে সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে তারা দেখা করে অভিযোগ দেন। পুলিশ সুপার শ্যামনগর থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মাহফুজা বলেন- ইটভাটার সরদার লম্পট আকবর আলির দুই বিয়ে। তার দুটি ছেলে মেয়ে রয়েছে। তা সত্ত্বেও সে তাকে উত্ত্যক্ত করছে বারবার। মাহফুজা অবিলম্বে তাকে ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র