রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘পেটুক’ উদ্বোধন, কম্বল বিতরণ

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সভা

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনর ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, আলহাজ্ব ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী সিরাজুল হক, সদস্য কাজী আমিরুল হক আহাদ, আলহাজ্ব কাজী মনিরুজ্জামান মুকুল, আলহাজ্ব আব্দুস সাত্তার, মো. গোলাম মোস্তফা, আলহাজ্ব এড. মোনায়েম খান চৌধুরী, আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সেলিম রহমান, আমজাদ ঢালী, নলতা কেন্দ্রীয় মিশনের ডা. মো. নজরুল ইসলাম, মো. আব্দুর রহমান ও আহছানিয়া মাল্টি কমপ্লেক্স এর ত্বাবধায়ক আবু সোয়েব এ্যাবেল প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।

আলোচনা সভায় আহছানিয়া মিশন মাল্টি কমপ্লেক্স ভবনের দোকান ঘর বরাদ্ধের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন- সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন একটি ধর্মীয় প্রতিষ্ঠান। খানবাহাদুর আহ্ছানউল্লা রহ. এরঁ প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের উদ্দেশ্য সৃৃষ্টার ইবাদত ও সৃষ্ট্রের সেবা করা। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে দোকান ঘর বরাদ্ধ দেওয়া হবে। এ প্রতিষ্ঠানের ভাবমূতি ক্ষুর্ন্ন হোক এমন কিছু করা যাবেনা।

সকলকে ঐক্যবদ্ধভাবে মিশনের কল্যানে কাজ করার আহবান জানান তিনি এবং আহছানিয়া মিশন এর সমৃদ্ধি কামনা করেন।

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি পেটুক এর আড্ডা ক্যাপেটেরিয়া’র উদ্বোধন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পেটুক এর আড্ডা ক্যাপেটেরিয়া’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, যুগ্ম সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাহিত্য বিষয়ক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, কার্যকরী সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, শেখ হারুন উর রশিদ, অধ্যক্ষ আশেক-ই এলাহী, আমিনুল হক, বরুণ ব্যানার্জী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম ও অধ্যাপক আবুল কাশেম, রেজাউল করিম প্রমুখ।
এসময় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে কম্বল বিতরণ
সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন।
এসময় তিনি বলেন- শীত দিনদিন বেড়েই চলছে। কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। প্রচন্ড শীতে সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টেই কাটছে। আর এই শীতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে কষ্ট না পায় এজন্য তাদের মাঝে এ কম্বল বিতরণ করা হচ্ছে। আমাদের মনে রাখতে হবে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের সন্তান। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.মো.আবুল কালাম বাবলা,জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশীদ, প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।
এসময় বিদ্যালয়ের পড়াশুনার মানউন্নয়নে বিভিন্ন আলোচনা ও শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন ইউএনও তহমিনা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র