শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান

সাতক্ষীরায় ৯কোটি টাকা ব্যয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্লান উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার বাটকেখালীতে নব-নির্মিত ৩৫০ ঘঃ মিটার প্রতিঘন্টা ক্ষমতা সম্পন্ন গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান এর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মহান স্বাধীনতা যুদ্ধ, ১৫ আগস্ট, ২১ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা ও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘সাতক্ষীরাবাসীর জন্য জননেত্রী শেখ হাসিনার উপহার এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান পৌরসভার নাগরিকদের সুপেয় পানির চাহিদা পুরন করবে। জার্মান সরকার প্রদত্ত কে.এফ.ডব্লু ফান্ডের টাকা দ্রুত ছাড় হলে সাতক্ষীরা শহর ঝক ঝকে শহরে পরিনত হবে। আমার দীর্ঘদিনের স্বপ্ন শহরের মাঝখান দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালটি সংস্কার করে নান্দনিক লেকে রুপ দেব। প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সাতক্ষীরাবাসী আর বেশিদিন অবহেলিত থাকবোনা। সাতক্ষীরা পৌরসভা অচিরেই সিটি কর্পোরেশনে পরিনত হবে। সাতক্ষীরার সকল ভাল কাজে সকলের সহযোগিতা কামনা করেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অদিপ্তর খুলনা সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী এস.এম ওয়াহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অদিপ্তর ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের প্রকল্প পরিচালক নুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অদিপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ দাস, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা, ফারহা দীবা খান সাথী, অনিমা রানী মন্ডল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি কাজী আক্তার হোসেন, পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রকৌশলী সেলিম সরোয়ার, পৌরসভার সহকারি প্রকৌশলী কামরুল আখতার হোসেন মেসার্স জিলানী ট্রেডার্সের ঠিকাদার স্বত্বাধিকারী কাজী জিলান হায়দার প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অদিপ্তর ৯ কোটি টাকা ব্যয়ে ৩৫০ ঘঃ মিটার প্রতিঘন্টা ক্ষমতা সম্পন্ন গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লানটি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট তামিম আহমেদ সোহাগ, ঠিকাদার সহকারি ওয়াসিম কুমার দাস সোনা, সৈয়দ হারিজ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, যুবলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন প্রমুখ।

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে।

শনিবার (০৩ নভেম্বর) সকালে সুলতানপুরস্থ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার প্রমুখ।

এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের ২৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ১ লক্ষ ১৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. আব্দুল হান্নান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. জহিরুল হক নান্টু, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের সহকারি শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফাহমিদা খাতুন, ফারজানা, রাজমিতা মন্ডল ও কামরুজ্জামান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র