মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় ৬ জন গুনিশিল্পীকে সম্মাননা শিল্পকলা একাডেমীর

সাতক্ষীরায় শিল্পকলা একাডেমী সম্মাননা ২০১৭ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমী’র আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, যে জাতি গুণীজনদের সম্মান দিতে জানেনা, সে জাতির সাংস্কৃতির বিকাশ ঘটেনা। যারা প্রকৃত গুণী ব্যক্তি তাদের গুণের যথাযথ মর্যাদা না দিলে দেশে গুণী ব্যক্তি সৃষ্টিতে বাঁধাগ্রস্থ হবে। সমাজে গুণীজনদের আলোয় আলোকিত হোক নতুন প্রজন্ম ও গোটা জাতি। মেধা ও সাংস্কৃতিতে দেশের সুনাম বহন করে। এ জন্য গুণীজনদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। যে যে ক্ষেত্রে অভিজ্ঞ তার সেই অভিজ্ঞতার সম্মান দিতে হবে। জেলা শিল্পকলা একাডেমী বিভিন্ন ক্যাটাগরীতে ৬ জন গুণী ব্যক্তিদের সম্মাননা দিল। তার জন্য জেলা প্রশাসন ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ-সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, পুলিশ সুপার মো.সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সিনিয়র ইন্সট্রাক্টর এ.এফ.এম একরাম হোসেন, নাসরিন খান লিপি, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, এ্যাড.আজহার হোসেন প্রমুখ। কষ্ঠশিল্পী মঞ্জুরুল হক, আবু আফফান রোজ বাবু, শামীমা পারভীন রত্বা, চিত্র শিল্পী এম.এ জলিল, বিশিষ্ট নাট্য ও সাংস্কৃতি ব্যক্তিক্ত শেখ আলমগীর হোসেন, দিলরোবা রোজ সহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক ২০১৭ সালের গুণীজন সম্মাননা পেয়েছেন কন্ঠ সংগীতে মনজুরুল হক, নাট্যকলায়-নুরুল ইসলাম, সৃজনশীল সংগঠক শেখ নিজাম উদ্দিন, যাত্রাশিল্পে মো. নজরুল ইসলাম, যন্ত্রশিল্পী রুখসানা ইসলাম কাকলী ও বিশ্বজিত সাহা। সম্মাননা অনুষ্ঠানে ৬ জন গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে চিত্র শিল্পী এম.এ জলিল এর আঁকা ছবির প্রদর্শণী ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মোশারেফ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র