বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সাতক্ষীরায় স্মার্টকার্ড দেয়ার কথা বলে আইডি ফিঙ্গার নিয়ে ২৬ হাজার সিম উত্তোলন!

সাতক্ষীরায় স্মার্টকার্ড দেওয়ার নামে এক প্রতারক শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের ন্যাশনাল আইডির ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে রবি ও এয়ারটেল কোম্পানির প্রায় ২৬ হাজার সিম উঠিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন পদ্মপুকুর ইউপির প্রাক্তন মেম্বর চণ্ডিপুর গ্রামের আব্দুল কাদের গাইনের ছেলে মো. শহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বছরের অক্টোবর মাসের প্রথম দিকে শ্যামনগর উপজেলার চণ্ডিপুর গ্রামের ওসমান গাজীর ছেলে মো. আনারুল ইসলাম এলাকায় এসে জানান যে, তিনি (আনারুল) পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের ন্যাশনাল আইডির স্মার্টকার্ড বিতরণের দায়িত্ব পেয়েছেন। এই স্মার্টকার্ড পেতে হলে প্রত্যেকের তার ন্যাশনাল আইডির একটি ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট দিতে হবে। ফলে স্মার্টকার্ড পাওয়ার জন্য এলাকার নারী-পুরুষ তার কাছে ন্যাশনাল আইডির ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট দিতে শুরু করে। এভাবে প্রতারণার মাধ্যমে আনারুল গ্রামের সহজ-সরল লোকদের বিশেষ করে নারীদের ভুল বুঝিয়ে অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের কাছ থেকে ন্যাশনাল আইডির ফটোকপি ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে চলে যান।’

তিনি অভিযোগ করে বলেন, ‘চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ওই দুই ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষের মোবাইলে রবি ও এয়ারটেল কোম্পানির একাধিক সিম রেজিস্ট্রেশনের মেসেজ আসতে শুরু করে। খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে, তাদের নামে রবি ও এয়ারটেল কোম্পানির একাধিক সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এভাবে এলাকার বিলকিস বেগম, মাসুদা খাতুন, কমলা পারভীন, কহিনুর বেগম, লাইলি বেগম, আসমা খাতুন ও হাশেম আলীর নামে ছয়টি করে, শাহিদা খাতুন, মমতাজ বেগম, ফতেমা খাতুন, কুসুম, নুর মোহাম্মাদ, মোকাররম বিল্লাহ, রুহুল আমিন, রাশেদ আলী, আমানউল্লাহ ও মোস্তাফা কামালের নামে চারটি করে, আয়শা খাতুনের নামে দুটি, পরি বানুর নামে তিনটি এবং নজরুল ইসলামের নামে তিনটি সিম উত্তোলন করা হয়েছে। এভাবে প্রতারক আনারুল ওই দুই ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের নামে হাজার হাজার সিম উত্তোলন করেছেন।’

শহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন যে, ঢাকার আমেনা টেলিকম নামের একটি এজেন্সি থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের কয়েক হাজার নারী-পুরুষের নামে ২৬ হাজার রবি ও এয়ারটেল সিম উত্তোলন করা হয়েছে। এই সিম ব্যবহার করে ওই প্রতারকচক্র বিভিন্ন অপরাধমূলক কাজ করতে পারে ভেবে গত ১৮ জানুয়ারি আমি নিজে বাদী হয়ে প্রতারক আনারুল ইসলামের নামে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করি।’

তিনি পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের নারী-পুরুষের নামে রেজিস্ট্রেশনকৃত রবি ও এয়ারটেল সিম বাতিলপূর্বক প্রতারক আনারুলসহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও সম্পাদকের সাথে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের মতবিনিময়
সাতক্ষীরা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারি’র সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেছেন সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে এ মতবিনিময় করেন সাতক্ষীরা সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি মীর মোস্তফা আলী, সহ-সভাপতি জাকির হোসেন মিঠু, সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রহিম, খন্দকার আনিসুর রহমান, মেহেদীআলী সুজয়, সদস্য মাহাফিজুল ইসলাম আক্কাজ, আব্দুর রহমান, সৈয়দ সাদিকুর রহমান, রাহাত রাজা, হাবিবুর রহমান পলাশ, শেখ কামরুল ইসলাম, ফিরোজ হোসেন, শেখ শহিদুজ্জামান শিমুল।
পরে সভাপতি ও সম্পাদকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র