বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় যুবলীগের উদ্যোগে সরকারের ৪ বৎসর পূর্তিতে র‌্যালি, আলোচনা সভা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে বর্তমান সরকারের ৪বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে।

রবিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সংগ্রাম টাওয়ার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

পৌর যুুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাঈদ উদ্দীন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শেখ আব্দুর রশিদ।

বিশেষ বক্তা ছিলেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, ৮নং ওয়ার্ডে সভাপতি ইউসুফ সুলতান মিলন, সাধারণ সম্পাদক সোহেল রানা, ৩নং ওয়ার্ডের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, ৭নং ওয়ার্ডের সভাপতি ইলিয়াছ কবির, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ৫নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আবু সাইদ, ৬নং ওয়ার্ডের সভাপতি হাসিব সরকার, সাধারণ সম্পাদক লাভলু, ২নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাজু, ৪নং ওয়ার্ডের সভাপতি সুজন, সাধারণ সম্পাদক মোঃ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সরকার এর ধারাবাহিকতা অব্যহত রাখতে আমাদের সকল কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর যেন এদেশের মাটিতে জামাত-শিবির চক্র মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য আমাদের সোচ্চার থাকতে হবে। ২০১৩ সালের মত এদেশকে আর অশান্ত করতে দেওয়া হবে না। বিগত নির্বাচন ছিল বর্তমান সরকারের একটি চ্যালেঞ্জ। আর সেটা সম্ভব হয়েছে একমাত্র শেখ হাসিনা এর কারণে। এই নির্বাচন না হলে দেশে গণতন্ত্র বিপন্ন হতো। তৈরি হতো সাংবিধানিক সংকট।

বক্তারা আরো বলেন, খালেদা জিয়া ও তার দোসররা এখনও দেশকে অশান্ত করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলায় আওয়ামীলীগের যে ৪টি নির্বাচনী আসন আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে মনোয়ন দেবে যুবলীগকে তাদের পক্ষে কাজ করার আহবান জানান বক্তারা। শেখ হাসিনা সরকার কে আবারও রাষ্ট্রীয় আনতে আমাদেরকে একসাথে কাজ করতে হবে। ২০১৩ সালের মত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী একাদশ জাতীয় সংসনদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র