মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শিক্ষাবৃত্তি, সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

সাতক্ষীরায় মৎস্য মেলার উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

‘স্বয়ংসম্পর্ণ মাছে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে তিনদিন ব্যাপি মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের সব জেলা থেকে সাতক্ষীরা জেলা অনেক ভিন্ন। এ জেলায় রয়েছে অপার সম্ভাবনা। দেশের মধ্যে মাছে ভাতে বাঙালী জেলা সাতক্ষীরা।’

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলি পরিদর্শন করেন। মেলায় ৭০ থেকে ৮০ ধরনের মাছ স্থান পেয়েছে- বোয়াল মাছ, দাঁতনে মাছ, কালা রুপচাদা, সাগরের চান্দা, কাউ মাছ, কৈভোল মাছ, ইলিশ মাছ, কেকসেল মাছ, আমাদী, তপশ্যে মাছ, রেখা মাছ, পায়রা মাছ, ফলুই মাছ, মায়া মাছ, চন্দনা ইলিশ, পাশ্যে মাছ, আড় মাছ, জাভাভেটকি, সুরমা মাছ, গোলপাতা মাছ, হরিনা চিংড়ি, চালি চিংড়ি, গুলে মাছ, শিং মাছ, শৈল মাছ, চ্যাং মাছ, বাতলা মাছ, ভোলা মাছ, পোয়া মাছ, গ্লাসকাপ মাছ, ভাঙান মাছ, দেশী পুটি, পাবদা মাছ, গলদা চিংড়ি, বাগদা, ক্যান মাছ, জাপানী পুটি, খরকুল্লা মাছ, টেংড়া মাছ, তেরি মাছ, বেলি মাছ, রুই, মৃগেল, কাঁকড়া ও কুঁচিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা মৎস্য অফিসার মো. শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) মো.রাশেদুল হক, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান, বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, মাছের খাবার ব্যবসায়ী প্রকাশ নাথ, খুদ্র-নৃ-গোষ্ঠির সভাপতি মৎস্যজীবি মোখলেছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাজমুল হুদা।

শিক্ষাবৃত্তি, সাইকেল ও সেলাই মেশিন বিতরণ

‘জনসেবায় জনপ্রশাসন উন্নয়নে উদ্ভাবনে সাতক্ষীরা সদর উপজেলা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেণিভিত্তিক শিক্ষা ব্যবস্থাপনা ও সমন্বিত নাগরিক সেবা কেন্দ্র (সাগসই ও টেকসই কৃষি প্রযুক্তি) শীর্ষক উদ্ভাবনী উদ্যোগের শুভ উদ্বোধন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সদর উপজেলা পরিষদের এডিপি অর্থায়ণে ২০১৭-১৮ অর্থবছরের শিক্ষাবৃত্তি প্রদান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান, ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ, দুঃস্থ্য মহিলাদের মাঝে আর্থকর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ ও সাতক্ষীরা পি.এন বিয়াম ল্যাবরেটরী (ইংলিশ মিডিয়াম) স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেওবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী সফিউল আজম প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের এডিপির অর্থায়ণে প্রাথমিক পর্যায়ে ৫০ জন শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে দেওয়া হয়, মাধ্যমিক পর্যায়ে ৬৮ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৪ জন শিক্ষার্থীকে ৪ হাজার টাকা করে দেওয়া হয়, ১৫ জন ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ করা হয় এবং ১৭ জন দুঃস্থ্য মহিলাদের মাঝে আর্থকর্মসংস্থানের উদ্দেশ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র