সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা পরিবারে উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুরসহ লুটপাট,আহত-৪
সাতক্ষীরায় দিনদুপুরে এক মুক্তিযোদ্ধার বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা এসময় আড়াই ভরি ওজনের সোনার গহনা, নগদ দেড় লক্ষ টাকা ও জরুরী কাগজপত্র লুট করেছে। ভাঙচুর করেছে দুটি মটরসাইকেল, একটি কম্পিউটার, একটি টেলিভিশনসহ আসবাবপত্র। বাড়ির উঠানে ছুড়ে ফেলা হয়েছে কাপড় ও অন্যান্য জিনিসপত্র। সন্ত্রাসী হামলায় আহত হয়েছে শিশুসহ চারজন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে সাতক্ষীরা শহরের মেহেদিবাগে প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্যার বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে এ তান্ডব চালায় সন্ত্রাসীরা।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার এসআই মনিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। তবে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মোল্যার পুত্রবধু আহত আসমা খাতুন (৩০) জানান, বেলা ১১টার দিকে সদর উপজেলার কুশখালি গ্রামের আহমদ আলি গাজির ছেলে গোলাম মোস্তফা বাবু, একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাজুবাবু মুন্না, মেহেদিবাগের মৃত নজির আহমেদের ছেলে শাহজালাল সবুজ, হাওয়ালখালি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম, মেহেদিবাগের নূর ইসলামের ছেলে মিলন গাজি, কামারবায়সা গ্রামের মোবারক আলির ছেলে রবিউল ইসলাম সহ ২০/২৫ জন মটরসাইকেলে হুইসেল বাজিয়ে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের বাড়ির সামনে অবস্থান নেয়। এসময় বাড়ির গেট বন্ধ থাকায় শাহজালাল সবুজ প্রাচির টপকে গেট খুলে দেয়। এরপর সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নারী ও শিশুদের জিম্মি করে ফেলে। একপর্যায়ে সন্ত্রাসীরা ভাঙচুর ও লুটতরাজ চালায়।
এসময় সন্ত্রাসী হামলায় আহত হয় শফিকুল ইসলামের মেয়ে সাবরিনা আফরিন (২২), তরিকুল ইসলামের স্ত্রী আসমা খাতুন (৩০) ও ছেলে আরাফাত (৭) । এছাড়া আনোয়ারা বেগম ও জাহানারা খাতুন নামে আরো দুজন আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ফিরে সাতক্ষীরা সদর থানার এসআই মনির জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় মুক্তিযোদ্ধা পরিবারটির কোনো পুরুষ সদস্য বাড়িতে ছিলেন না। সন্ত্রাসী হামলার ঘটনাটি তিনি সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদকে জানিয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগে সন্ত্রাসীরা ভাঙচুর লুটপাট করে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত কেহ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন