আরো খবর...
সাতক্ষীরায় মিথ্যা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করলে ব্যবস্থা
সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, এডিএম অনিন্দিতা রায়, ৩৩ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন, পিপি এড. ওসমান গণি, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেন (২), জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্র নাথ দাস, বিআরটিএ’ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, মহিলা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা হিন্দু বৈদ্ধ্য ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মুখার্জী, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমুখ।
জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় আসন্ন পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে ভেজাল খাদ্যের বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর মুল্য বৃদ্ধির বিরুদ্ধে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক এবিএম মামুন হত্যা মামলার বিচার দ্রুত অগ্রগতি করা প্রসঙ্গে, মিথ্যা মামলা ও মামলার হয়রানী রোধে ২০ পিচের নিচে ইয়ারা ধরা পড়লে, ১০০ গ্রামের নিচে গাজা ধরা পড়লে এবং ১০ বোতলের নিচে ফেনসিডিল ধরা পড়লে মামলা না নিয়ে মোবাইল কোর্ট করা, অপ্রয়োজনে অহেতুক যত্র তত্র মানববন্ধন ও সংবাদ সম্মেলন বন্ধ প্রসঙ্গে ব্যবস্থা গ্রহন, রমজানে নিরাবিচ্ছর্ন্ন বিদ্যুৎ সেবা, আকাশে মেঘ দেখলে ও হালকা ঝড় হলেই বিদ্যুৎ বন্ধ না করা প্রসঙ্গে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শহরে যানজট নিরসনে পাকাপোলের মোড়ে দুই পাশে ও তুফান কোম্পানী মোড় সংলগ্ন ব্রিজের পাশে ট্রাফিক পুলিশ দেওয়া প্রসঙ্গ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলার থানা ওয়ারী মামলা অনুযায়ী এপ্রিল মাসে মামলা হয়েছে ২শ’৩৩টি এবং মার্চ ২০১৮ মাসে মোট মামলা হয়েছে ২শ’ ১৩টি মামলা হয়েছে।
এসময় সাতক্ষীরা জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
সাতক্ষীরায় নতুন পত্রিকা ‘সাপ্তাহিক ইচ্ছেনদীর প্রকাশনা উৎসবে এমপি রবি
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ‘বস্তুনিষ্ঠ ও সত্য প্রকাশের প্রত্যয়’ নিয়ে সাপ্তাহিক ইচ্ছেনদী’ রঙিন কলেবরে পথচলা শুরু করেছে।
এ উপলক্ষে রবিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে নতুন পত্রিকার প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পত্রিকাটির উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী, জেলা আওয়ামীলীগের প্রচার দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, শেখ তহিদুর রহমান ডাবলু, হেনরী সরদার, এড. শফিউল ইসলাম খান, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, সাংবাদিক আব্দুল ওয়াজেদ কচি, মমতাজ আহম্মেদ বাপ্পি, দীলিপ কুমার দে ও আসাদুজ্জান আসাদ প্রমুখ।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্ময় মনির।
বিশ্ব মা দিবস উপলক্ষে অবিভাবক সমাবেশ
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা দিবস উপলক্ষে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুল পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, শুধু বিশেষ একটা দিনে বিশেষ ভাবে মা’কে স্মরণ করা নয়। মা প্রতিদিনের। মা একটি বটবৃক্ষের মতো, যার প্রতিদিনের ছায়ায় আমরা বেঁচে থাকি। তাই প্রতিদিন, প্রতিটি মুহূর্তই হোক আমাদের ‘মা দিবস’।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য মকসুমুল হাকিম, মানস সোম, শেখ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ফারজিনা নাহিদ নিগার, সহকারী শিক্ষক হাবিবুল্লাহ হাবিব, আসাদুজ্জামান আসাদ, সাইফুর রহমান, ফারজানা সুলতানা, ফাহমিদা খাতুন, রাজমিতা মন্ডল, সুমি ও কামরুজ্জামান প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদান ও আলোচনা সভা
বিশ্ব মা দিবস-২০১৮ উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে স্কুল পরিচালনা পরিষদের সহ-সভাপতি এড. এস.এম হায়দার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য শেখ আজিজুল হক, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, দাতা সদস্য মীর মাসুদ আলী, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল প্রমুখ।
এসময় কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র প্রদান করা হয়। এসময় মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মীর মোকছেদ আলী কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু।
পানির পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন
সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ প্রকৌশলী বিভাগে ৩৭ জেলা প্রকল্পের আওতায় শহর পানি সরবরাহ পানির পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে পৌরসভার ০৪ নং ওয়ার্ডে ক্যাথলিক মিশন এলাকায় এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, অধ্যক্ষ আনিছুর রহিম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, প্রকৌশলী সেলিম সরোয়ার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, অমল কান্তি রায়, আব্দুল হালিম, মো. আশরাফ আলী, জোহর আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বাটকেখালীস্থ নতুন ওয়াটার প্লানটি চালু করনের লক্ষ্যে পানি সরবরাহের ১০ কিলোমিটার ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে পাইপ লাইন সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
বেতনা নদীর উপর ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন
সাতক্ষীরা সদরের ১৩ নং লাবসা ইউনিয়নের রাজনগরে বেতনা নদীর উপর নব-নির্মিত ব্রীজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে রাজনগর বাজারে সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, বীর মুক্তিযোদ্ধা শামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, লাবসা ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম, মহিলা ইউপি সদস্য হোসনে আরা, মাসুদা খাতুন ও সুফিয়া খাতুন প্রমুখ।
সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭র লক্ষ টাকা ব্যয়ে কদমতলা বাজার-রাজনগর বাজার হইতে লাবসা ইউপি অফিস সড়কে বেতনা নদীর উপর ৫৯১০ মিঃ চেইন ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে বহু আকাঙ্খিত ঐ এলাকার মানুষের প্রাণের দাবী ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় ঐ এলাকার মানুষের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা যায়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন