সাতক্ষীরায় প্রথমবারের মতো ব্লাক বেবি তরমুজ চাষে সাফল্য
সাতক্ষীরায় প্রথমবারের মতো ব্লাক বেবি জাতের তরমুজ চাষ করে সফলতা পেয়েছে জেলার তরমুজ চাষিরা। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ের তিনজন কৃষক বারমাসি জাতের তরমুজ চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। কম খরচে বেশি ফলন এবং বাজারে চাহিদা থাকায় ওই এলাকার অন্যান্য কৃষকের মধ্যে এ চাষে আগ্রহ বেড়ছে।
তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের আলিপুর গ্রামের চাষী রেজাউল মোল্লা এবছর ২০শতক জমিতে ব্লাক বেবি জাতের তরমুজ চাষ করে লাভবান হয়েছেন। এছাড়া একই ইউনিয়নের খায়রুল ইসলাম ১০শতক এবং আনারুল ইসলাম ৫শতক জমিতে এ জাতের তরমুজ চাষ করে লাভের মুখ দেখেছেন।
তরমুজ চাষ করে সফল রেজাউল মোল্লা বলেন, ‘এই অঞ্চলে মৌসুমী তরমুজ চাষ হয়না বললে চলে। বেবি তরমুজের সাথে আমরা পরিচিত ছিলাম না। এ জাতের তরমুজ চাষে প্রচুর লাভ। এই তরমুজ চাষের মেয়াদকাল ৫৫-৬৫ দিন। দুই মাসে এর গড় ওজন আড়াই থেকে তিন কেজি হয়ে থাকে। এবছর পরীক্ষামূলকভাবে ২০শতক জমিতে তরমুজ চাষ করতে খরচ হয়েছে মাত্র ২০হাজার টাকা। ইতো মধ্যে ১০শতক জমির ২০ হাজার টাকা তরমুজ বিক্রি করেছি। এখান থেকে আরও ২০হাজার টাকার তরমুজ বিক্রি হবে আশা করছেন তিনি। বেবি তরমুজ চাষে রাসায়নিক সার এবং কিটনাশক একেবারে লাগেনা বললে চলে। এটাকে কিটনাশক মুক্ত ফল বলা যেতে পারে। এবছর এই এলাকার আরও দুইজন কৃষক এই জাতের তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখেছেন।’
তিনি আরও বলেন, ‘আমার বাড়িতে বিভিন্ন ফল-শাক সবজি চাষ করা দেখে। বে-সরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টার’ নয়ন হোসেন ভাই সার-বীজসহ সকল প্রকার সহায়তা করেন। দেড় মাসের মাথায় ফল আসা শুরু করে। এটা বিক্রি করতে কোথাও যাওয়া লাগেনি ব্যবসায়ীরা বাড়িতে এসে নিয়ে গেছে।’
তরমুজ চাষী আনারুল ইসলাম বলেন, ‘এটা প্রথমে আমরা চাষ করতে চাইনি। চাষ করার পর ভালোই ফলন পেয়েছি। সামনের বছর এই জমিতে আরও বেশি সফলতা পাবে। খুবই কম করচ করে অনেক টাকার তরমুজ বিক্রি করেছি। আগামী বছর আরও বেশি জমিতে তরমুজ চাষ করবো।’
তিনি আরও বলেন, ‘বেসরকারি সংস্থার মাধ্যমে এই চাষ করলেও কোন সরকারি কৃষি কর্মকর্তারা কোনদিন দেখতে আসেনি। কৃষি বিভাগ থেকে কোন ধরনের সহযোগিতা করা হয়নি।’
বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেন বলেন, পিকেএসএফ এবং ‘উন্নয়ন প্রচেষ্টা’র যৌথ সহায়তায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩জন চাষী দেড়বিঘা জমিতে এবছর প্রথম ব্লাক বেবি জাতের তরমুজ চাষ করেছেন। এটা খুবই লাভজনক চাষ। বিঘা প্রতি ৩৫থেকে ৪০ হাজার টাকা খরচ করে ৪০ হাজার থেকে ১লাখ টাকা লাভ করা সম্ভব। এই তরমুজটি বারমাসি এবং অমৌসুমি তরমুজ। তরমুজ মৌসুম শেষ হওয়ার পর এপ্রিল থেকে মে মাসে চারা রোপন করতে হয়। রোপনের ৬০ দিনের মধ্যে তরমুজটি মাঠ থেকে উত্তোলন করা যায়। এই তরমুজটি খুবই সু-স্বাধু।
তিনি আরও বলেন, ‘এটা চাষে খরচ কম হওয়ার কারণ চারা রোপনের পর কিটনাশক দেওয়ার পর আর কিটনাশক এবং সার লাগে না। সে কারণে এটা বিষমুক্ত ফল বলা যায়। এবছর নতুন হওয়ার প্রথম দিকে বিক্রিতে সমস্যা হলেও পরবর্তীতে পাইকাররা কৃষকদের বাড়িতে এসে ১২শ টাকা থেকে ১৩শ টাকা মণ কিনে নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ব্লাক বেবি তরমুজ চাষে এই তিন কৃষকের সাফল্য দেখে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন। আশা করছি, সামনের বছর থেকে আরও অনেক কৃষক এ চাষ করবেন।’
নতুন চাষীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘বেবী তরমুজ চাষের জন্য সূর্যের আলো পড়ে এবং ২০ মিনিটের বেশি সময় পানি জমে থাকে না এমন জমি বাছাই করতে হবে। এটেল এবং দোঁআশ মাটি হতে হবে। এর জীবনকাল ৫৫ থেকে ৬৫ দিন। ফলন গড় ওজন আড়াই কেজি। এটির কয়েকটি জাত আছে। তার মধ্যে ব্লাক বেবি, ইউলো ক্রাইন্ড অন্যতম।’
সাতক্ষীরা তালা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলার নগরঘাটা ইউনিয়নের তরমুজ চাষের বিষয়টি শুনেছি। তবে কখনও যাওয়া হয়নি। সে কারণে কোন মন্তব্য করতে পারছি না।
এবিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু বিশ্বাস কিছু জানেন না বলে জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন