মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় গণফোরামের প্রতিনিধি সমাবেশে ড.কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন দেশের মানুষ দুটি দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এই জিম্মি দশা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন জাতি একটি সুষ্ঠু নির্বাচন চায়। ক্ষমতায় থেকে পুলিশ ও অন্য বাহিনী দিয়ে কলাকৌশল করে ভোট কেন্দ্র দখল করে ভোট নেওয়া মানুষ চায় না উল্লেখ করে তিনি বলেন দেশে ঐকমত্য আছে আমরা সেটা প্রমান করতেই মাঠে নেমেছি। জনগনের অধিকার ও তাদের প্রাপ্য আদায়ের কথা বলতে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় দাবিকে অমান্য করে কারও দেশ শাসনের ক্ষমতা নেই উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন দেশের মানুষ এখন দুই দলের কাছে জিম্মি হয়ে পড়েছে। এতে বঙ্গবন্ধু অপমানিত হবেন জানিয়ে কোনো দলের নাম উচ্চারন না করে ড. কামাল বলেন যে দল বঙ্গবন্ধুর ছবি টানিয়ে রাখবে সেই দলে ভোট দিতে হবে বঙ্গবন্ধু তা কিন্তু চান নি। সংবিধানেই লেখা রয়েছে পছন্দের মানুষকে ভোট দেওয়ার কথা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন যারা সহায়ক সরকারের কথা বলছেন তাদের পক্ষে জনমত থাকতে হবে। পুলিশকে জনগনের সেবক উল্লখ করে তিনি বলেন নির্বাচনে তাদের নিরপেক্ষ থাকতে হবে।

ড. কামাল হোসেন শনিবার বিকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণফোরাম আয়োজিত এক প্রতিনিধি সমাবেশে এসব কথা বলেন । তিনি বলেন জনগনের মালিকানা জনগনের হাতেই ফেরত দিতে হবে। ব্যাংকের ৩৫ হাজার কোটি টাকা লোপাটের বিচার দাবি করে তিনি বলেন কালো টাকার মালিকদের তালিকা প্রকাশ করতে হবে। ড. কামাল বলেন ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করে তারা মনে করেছিল সব শেষ হয়ে যাবে। বঙ্গবন্ধুর আপসহীনতার দৃষ্টান্ত ধরে রেখে তিনি আরও বলেন আসুন সবাই ঐক্যবদ্ধ হই।

জনগনের কাছে শাসকদের জবাবদিহি করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন এ ব্যাপারে জনগনকে সোচ্চার হতে হবে। ড. কামাল হোসেন প্রশ্ন তোলেন বাংলাদেশের তৈরি পোশাক রফতানি করে কতো টাকা আয় হয়েছে। এর কতো টাকা দেশের কাজে ব্যয় হয়েছে এবং কতো টাকা পাচার হয়েছে তার হিসাব দাবি করেন তিনি। তিনি বলেন এটা সরকারের বিরুদ্ধাচরন নয় , বরং সরকারের কাছ থেকে এ তথ্য জানার অধিকার সবার রয়েছে। দেশে বহুদলীয় গনতন্ত্র কাম্য উল্লেখ করে গণফোরাম সভাপতি আরও বলেন মানুষ যাতে বঞ্চনার শিকার না হয় সে জন্য ঐক্য প্রয়োজন। খাসজমির আন্দোলন করতে গিয়ে সাতক্ষীরায় সাতক্ষীরায় ২০ ভূমিহীন নেতা হত্যা, কৃষক নেতা সাইফুল্লাহ লস্কর হত্যা ও দৈনিক পত্রদূত সম্পাদক সম আলাউদ্দিন হত্যার বিচার দাবি করেন। এসব দাবিকে জাতীয় দাবিতে পরিনত করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিনিধি সভার বিশেষ অতিথি বিকল্প ধারার মহাসচিব মেজর (অবঃ) এমএ মান্নান বলেন বিএনপি যে পন্থায় দেশের নির্বাচন ধ্বংস করেছে সেই একই পন্থায় আওয়ামী লীগও নির্বাচন ধ্বংস করেছে।

জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এজন্য দেশের বিভিন্ন স্থানে যেয়ে আমরা জনগনকে ঐক্যবদ্ধ করার কাজে নেমেছি।
জেলা গণ ফোরাম সভাপতি প্রভাষক মামুন রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলি নুর খান বাবুলের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন গণফোরাম এর নির্বাহী সভাপতি এড. সুব্রত চৌধুরী , যুগ্ম সম্পাদক আওম শফিউদ্দৌলা, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, যুব বিষয়ক সম্পাদক রওশন ইয়াজদানি,প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র