সাতক্ষীরায় একমাসে ১ খুনসহ ২৩ জনের অস্বাভাবিক মৃত্যু
সাতক্ষীরায় গত মার্চ মাসে ১ জন খুনসহ ২৩টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে খুন হয়েছে ১ জন,বিভিন্ন এলাকা থেকে লাশ উদ্ধার হয়েছে ৭ জনের, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০ জনের, পানিতে ডুবে মারা গেছে ৩ শিশু, বজ্রপাতে ১ জন এবং বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে ১ জন।
এ ছাড়াও জেলায় চুরির ঘটনা ঘটেছে কমপক্ষে ২০টি। সুন্দরবনে জেলে অপহরণের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। জেলায় পুলিশী অভিযানে আটক হয়েছে গড়ে প্রায় ৫৩ জন। এছাড়া ধর্ষণ ও ধর্ষণ চেষ্টার ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। নারী ও শিশু নির্যাতনের ঘটনাও রয়েছে একাধিক।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, গত ১ মার্চ তালা উপজেলার জেয়ালা ঘোষপাড়া এলাকা থেকে পুলিশ ২/৩দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা শিশুটিকে কে বা কারা হত্যার পর লাশ ফেলে রেখে যায়। ৭ মার্চ তালা উপজেলার ইসলামকাটি থেকে পুলিশ উদয় হালদার (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। একই দিনে সড়ক দুর্ঘটনায় কলারোয়ায় আব্দুল্লাহ (১৬) নামে এক শিক্ষার্থী এবং কালিগঞ্জে মিজানুর রহমান (১৬) নামে এক দশম শ্রেণির ছাত্র নিহত হয়। ৯ মার্চ কালিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে আব্দুর রউফ (৫৫) নামে একব্যক্তির মৃত্যু হয়। ১০ মার্চ কালিগঞ্জের সীমান্তবর্তী কালিন্দি নদী থেকে পুলিশ অজ্ঞাত ১ ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা হত্যার পর লাশটি নদীতে ভাসিয়ে দেয় ঘাতকরা। ১২ মার্চ বজ্রপাতে নিহত হয় একই উপজেলার ঝর্ণা রাণী ঘোষ নামে এক গৃহবধু। ১৩ মার্চ শ্যামনগরে পানিতে ডুবে প্রাণ হারায় মিষ্টি ও মরিয়ম নামে দুই শিশু।১৪ মার্চ জেলার কালিগঞ্জের কৃষ্ণনগরে স্ত্রী নাছিমা খাতুন (৩৫) কে জবাই করে হত্যার পর পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেয় স্বামী জালাল উদ্দিন সানা। ১৫ মার্চ সীমান্তের কোমরপুর থেকে পুলিশ কিশোরী মোহন দাস (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে। ১৮ মার্চ কালিগঞ্জের খলিলনগর ইউপির ফতেপুর থেকে পুলিশ শিখা দাস (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে। ২০ মার্চ তালার তেতুলিয়ায় পানিতে ডুবে মারা যায় রুহান হোসেন নামে ২ বছর বয়সী শিশু। একই দিনে জেলার
পাটকেলঘাটার ভৈরবনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৬ জন। নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের মাতা আকলিমা খাতুন, ছেলে আশিকুজ্জামান (১২) ও মেয়ে মিম (৩)। একই গ্রামের নূর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। ২৩ মার্চ তালায় সড়ক দুর্ঘটনায় পরিতোষ দেবনাথ (৭৫) নামে একব্যক্তি নিহত হন। ২৫ মার্চ পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় রুহুল কুদ্দুস (৪০) নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হন। ২৫ মার্চ শহরের আমতলা এলাকা থেকে মাসুম বিল্লাহ (৩০) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন সদর উপজেলার আলিপুর থেকে পুলিশ সেলিম নয়ন (১৮) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে। এদিকে মার্চ মাসে তালায় ৭ বছরের শিশু ধর্ষণসহ বেশ কয়েকজন শিশু নির্যাতনের শিকার হয়েছে। কালিগঞ্জে গাছের সাথে বেঁধে মাহফুজা খাতুন (৩০) নামের এক নারীকে নির্যাতনের ঘটনাও ছিলো আলোচিত ঘটনা। এসময়ের মধ্যে জেলায় কমপক্ষে ২০টি চুরির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে প্রকাশ। মাদক ও চোরাচালানের অভিযোগে আটক হয়েছেন বেশ কয়েকজন। ৩০ভরি সোনার গহনা চুরির অভিযোগে আটক হয় কলারোয়ার কাকডাংগা এলাকার সাজেদা খাতুন (৪০) ও তার মেয়ে সুমি (১৮)। ৮০০ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা মইজুদ্দিনকে আটক করে সদর থানার পুলিশ। ৮ মার্চ শ্যামনগর থানার পুলিশের গাড়ীতে হামলার ঘটনাও আলোচিত হয়। এ ঘটনায় আটকও হয় ২ জন। গত মার্চ মাসে সুন্দরবনে ছোটভাই বাহিনী ও দাদা বাহিনীর হাতে অপহরন হয়েছে অন্তত ২১জন জেলে। মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে ৮জন। বনদস্যুদের ডেরায় আটক রয়েছেন বাকী জেলেরা। এছাড়া বন আইন না মেনে চলার দায়ে এ সময় আটক হয়েছেন অন্তত ১০জন জেলে। উদ্ধার হয়েছে জবাই করা হরিণের মাংস ও মাথাসহ চামড়া।
পুলিশ ও সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি জেলার বিভিন্ন সীমান্তে মাদক ও চোরাচারাল বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে দুএকটি। গত ২৭ মার্চ ভোমরা সীমান্তে ১০লক্ষ ৫০হাজার টাকাসহ গুলিবিদ্ধ অবস্থায় আলিমুদ্দিন নামে এক ব্যক্তি বিজিবির হাতে আটক হয়। এর আগে ৮মার্চ ভোমরা সীমান্ত থেকে ২কেজি সোনাসহ আটক হয় ২ জন। ১১মার্চ পদ্মশাখরা সীমান্ত থেকে ৫ পিচ সোনার বারসহ আটক হয় হাসানুর রহমান (২৩) নামে এক ব্যক্তি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন