মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় আলু উৎপাদনের লক্ষ্য মাত্রা ৭১ হাজার মে.টন, ঘাটতি ৩লাখ মে.টন

সাতক্ষীরা জেলায় বসবাসরত ২২ লক্ষ মানুষের আলুর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তবে জেলাটিতে আলুর কত চাহিদা রয়েছে তার কোন সঠিক পরিসংখ্যান নাই সংশ্লিষ্ট দপ্তরে। জেলাতে চাহিদার তুলনায় আলুর উৎপাদন খুব কম। অন্যদিকে চালের দাম বেশি হওয়াতে আলুর চাহিদা বেড়েছে। সারা বছরই আলুর দাম কম থাকায় নিন্ম আয়ের মানুষের আলুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে ডাক্তারি হিসাব মতে একজন সুস্থ মানুষের দৈনিক আলুর চাহিদা ১৮০ গ্রাম থেকে ২শ গ্রাম ধরা হয়। সেই হিসেবে প্রতিদিন সাতক্ষীরা জেলাতে আলুর চাহিদা ৪শ মেঃটন। এক মাসে ১২হাজার মেঃটন হলে বছরে তা দাড়ায় ৩ লক্ষ ৬০ হাজার মেঃটন তাই সারা বছরই বাইরে থেকে এ জেলাতে আলু সরবরাহ করতে হয়। এরই মধ্যে প্রতি দিন উত্তর অঞ্চল থেকে আসা ১৪ থেকে ১৫ ট্রাক আলু পাইকারী বাজারে বিক্রয় করা হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলাতে চলতি বছরে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৮৫৩ মেঃটন। সেই হিসেবে এ বছর এ জেলাতে আলুর ঘাটতি থাকবে ২লক্ষ ৮৯ হাজার ১৪৭ মেঃটন। ঘাটতি আলুর চাহিদা মেটাতে আলু আমদানি করতে হবে।

চলতি মৌসুমে সদরে আলুর আবাদ হয়েছে ৭১০ হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৫ হাজার১৭ মেঃটন।

কলারোয়াতে আবাদ হয়েছে ১৬০ হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩হাজার ৩৮৪ মেঃটন। তালাতে আবাদ হয়েছে এক হাজার ২০ হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১ হাজার ৫৭৩ মেঃটন।

দেবহাটাতে আবাদ হয়েছে ২৮০ হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫হাজার ৯২২ মেঃটন।

কালিগঞ্জে আবাদ হয়েছে ৭শ হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৮০৫ মেঃটন।

আশাশুনিতে আবাদ হয়েছে একশ হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২হাজার ১১৫ মেঃটন।

শ্যামনগরে আবাদ হয়েছে ৩৮০ হেক্টর জমিতে যা থেকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৮ হাজার ৩৭ মেঃটন।

তবে বে-সরকারী হিসাব মতে আবাদ হয়েছে এর চেয়ে অনেক কম। যে কারণে বাজারে আলুর দাম তুলনা মুলক অনেক কম। ৮ থেকে ১০ টাকা কেজি দরে খুচরা থেকে পাইকারী বাজারে আলু বিক্রি হচ্ছে। এরই মধ্যে প্রতিদিন সাতক্ষীরা ককদমতলা, সুলতানপুর বড়বাজারে উত্তর অঞ্চল থেকে ৩ থেকে ৪ ট্রাক করে আলু আসছে। যার সবটাই সদরের খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যাচ্ছে।

বড়বাজারের কয়েকজন পাইকারী আলু ব্যবসায়িরা জানান, উত্তর অঞ্চলে এবছর প্রচুর আলু উৎপাদন হয়েছে। জয়পুরহাট, বগুড়া ও রাজশাহী থেকে প্রতিদিন ৩ থেকে ৪ টাকা করে আলু আসছে সাতক্ষীরা বড়বাজারে। প্রতিট্রাকে আলু আসে ২০মেঃটন। এক হাজার কেজিতে এক মেঃটন টন ধরা হয়। প্রতি দিন গড়ে ৩ ট্রাক ধরা হলে সদরে আলু আসে দৈনিক ৬০মেঃটন।

এসকে ভান্ডার, বিসমিল্লাহ ভান্ডার, শামিম এন্টারপ্রাইজ ও গাজি ভান্ডার উত্তর অঞ্চল থেকে আলু এনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। পাইকারী ব্যবসায়ীদের হিসাব মতে প্রতিদিন কমপক্ষে, সদরে ৬০ মেঃটন, কলারোয়াতে ৪৫ মেঃটন, তালাতে ৪৫মেঃটন, দেবহাটাতে ৩৫ মেঃটন, আশাশুনিতে ৩৫মেঃটন, কালিগঞ্জে ৫০ মেঃটন এবং শ্যামনগরে ৫০ মেঃটন আলু বাইরে থেকে আসে। সেই হিসেবে প্রতিদিন সাতক্ষীরাতে আলু আসে ৩২০ মেঃটন। মাসে তা দাড়ায় ৯৬ হাজার মেঃটনে। বছরে তা দাড়ায় এক লক্ষ ১৫ হাজার ২শ মেঃটন।

জেলাতে আলুর মোট চাহিদা ৩ লক্ষ ৬০ হাজার মেঃটন। অন্যদিকে উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে,৭০ হাজার ৮৫৩ মেঃটন। ফলে ঘাটতি থাকবে ২লক্ষ ৮৯ হাজার ১৪৭ মেঃটন। ঘাটতির পুরোটাই আলু আমদানি করতে হবে। তবে বর্তমানে যে হারে আলু আসছে তাতে এক লক্ষ ১৫ হাজার ২শ মেঃটন ঘাটতির চাহিদা মেটাবে। ব্যসায়ীরা আরো জানান, এর পর আলুর চাহিদা বৃদ্ধি পেলে আমদানি বাড়াতে হবে।

সাতক্ষীরা খামার বাড়ির উপ-পরিচালক আব্দুল মান্নান জানান, সাতক্ষীরার মাটি আলু চাষের জন্য খুব সহায়ক। আমরা আলু চাষীদের বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহযোগীতা করি। আশা করি আগামিতে এ জেলাতে আলুর উৎপাদন আরোও বৃদ্ধি পাবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা