মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলনে মুস্তফা লুৎফুল্লাহ এমপি

“জাতি বৈচিত্র্যের বাংলাদেশে, থাকবো সবাই মিলেমিশে” এই প্রপিাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদরের এল্লারচর চিংড়ি চাষ প্রদর্শনী খামার মিলনায়তনে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের আয়োজনে সম্মেলনে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আদিবাসীরাই ভুমিপুত্র। তাদের ভুমির অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। ১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। এরপর দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলাফল স্বরূপ বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে হাটছে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশ এখন দরিদ্র দেশের তালিকা থেকে নিন্ম মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এখন সময় সামনে এগিয়ে যাবার। দেশের উন্নয়নের এই ধারাবাহিকতায় আদিবাসী বাঙালি সবাইকে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে। গঠন করতে হবে মুক্তিযুদ্ধের আকাঙ্খার বাংলাদেশ। স্বপ্নের সোনার বাংলাদেশ। সরকার আদিবাসীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তবে তাদের নিজেদের উন্নয়নে তাদের নিজেদেরকেও নিজেদের উদ্যোগে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসীরা বাংলাদেশের বৈচিত্র্য। তাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। তাই আদিবাসী বাঙালি সবাইকে একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে। সভায় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের নেতৃবৃন্দ তাদের সাতক্ষীরা ঘোষণা উত্থাপন করেন। সাতক্ষীরা ঘোষণা ২০১৯ এর মাধ্যমে তারা এই জেলার আদিবাসীদের উন্নয়নের পাশাপাশি তাদের মানবাধিকার রক্ষার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।’

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক আশেক-ই-এলাহী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, রিলিফ ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার এম.এম কবীর মামুন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা প্রমূখ।

সভায় বক্তাগণ সাতক্ষীরা জেলায় আদিবাসীদের মানবাধিকার রক্ষার পাশাপাশি তাদের উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানান।

এসময় আদিবাসী মানবাধিকার সুরক্ষা দলের নেতৃবৃন্দ সম্মেলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে আদিবাসী সাংস্কৃতিক দলের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রিলিফ ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম অফিসার দীপঙ্কর সাহা এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট নিশাত তাসনিম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র