সাতক্ষীরার সাবেক এমপি খালেক মন্ডলের ছেলের জানাযায় জামাতের শোডাউন!
সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর ও সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি মাওলানা আব্দুল খালেক মন্ডলের বড় ছেলে প্রভাষক জুলিফকর রহমান বুলবুল (৫৫) এর জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে স্থানীয় খলিলনগর মহিলা মাদ্রাসা মাঠে এ জানাযা অনুষ্ঠিত হয়।
জানায়ায় ইমামতি করেন জেলা জামাতের সাবেক আমীর সম্প্রতি কারামুক্ত মুহাদ্দিস আব্দুল খালেক।
জানাযায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত শত শত জামাত কর্মী অংশ নেয়।
যুদ্ধাপরাধ মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক থাকায় মৃতের পিতা মাওলানা আব্দুল খালেক মন্ডল জানায়ায় অংশ নিতে পারিনি।
অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের ছোট ছেলে প্রভাষক শামিম জানান- বৃহস্পতিবার বিকেলে সৌদি থেকে হজ্জ্ব করে ঢাকা বিমান বন্দরে পৌছালে তার বড় ভাই জুলিফকর রহমান বুলবুল তাকে রিসিভ করতে বিমান বন্দরে যান। এর পর বড় ভাই জুলফিকর রহমান বুলবুল ঢাকস্থ তার শ্যালকের বাড়িতে অবস্থান করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ভাই জুলিফকর রহমান বুলবুল বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে নিকস্থ ডাক্তারের পরামর্শ নেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা হৃদরোগ ইনন্সিটিউট ভর্তি করানো হয়। পরে আইসিইউতে রাখা অবস্থায় শনিবার ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রভাষক জুলিফকর রহমান বুলবুল দাতভাঙ্গা কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ ছিলেন। সর্বশেষ তিনি আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসায় অধ্যাপনা করতেন।
এদিকে, জানাজা উপলক্ষ্যে সেখানে বিপুল সংখ্যক জামাতিদের উপস্থিতি ছিলো। বিগতদিনে সাতক্ষীরার তান্ডবসৃষ্টিকারী জামাত-শিবিরের লোকজন আবারো প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে জানা গেছে। বেশ কয়েক মাস যাবত তারা বিভিন্ন ভাবে, ভিন্ন পন্থায়, ভিন্ন ব্যানারে, সামাজিক কর্মকান্ডের আড়ালে প্রকাশ্যে আসতে দেখা গেছে ও জানা গেছে। এরই অংশ হিসেবে সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি জামাত নেতা আব্দুল খালেকের পুত্রের জানাজায় উপস্থিত হয়ে তারা যেনো শোডাউনের ইঙ্গিত দিলো- এমনটাই মনে করছেন জামাত-শিবির কর্তৃক নির্যাতনের শিকার ব্যক্তিরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন
‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন