বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তুফান রিসোর্ট রেস্টুরেন্টের উদ্বোধণ

সাতক্ষীরার লাবসায় কালী মন্দির উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা পুর্বপাড়া সার্বজনীন কালী মন্দিরের বহুতল ভবন নির্মাণের ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বৃহষ্পতিবার কড়াই থেকে নির্মাণ সামগ্রী পিলারের গোড়ায় ঢেলে এর উদ্বোধন করেন। মাগুরা পূর্বপাড়া সার্বজনীন কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি পবিত্র ব্যানার্জী জানান, ১৯৫৩ সালে এ মন্দির প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এর ভগ্নদশার কারণে তা নতুন করে নির্মান বা সংস্কারের প্রায়জন দেখা দেয়। সে কারণে মন্দির কমিটি আলোচনা সাপেক্ষে ২০ লাখ টাকা ব্যয়ে এ চারতলা বিশিষ্ঠ এ মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয়। তবে এ মন্দির নির্মাণে তারা ধনাঢ্য হৃদয়বান ব্যক্তি, জেলা পরিষদ, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেন। এরই অংশ হিসেবে বৃহষ্পতিবার নতুন মন্দিরের আটটি পিলারের মধ্যে একটির গোড়ায় নির্মাণ সামগ্রী ফেলে কাজের শুভ উদ্বোধন করা হয়। সুরেশ পাণ্ডের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য আব্দুল হান্নান, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুজ্জামান, জেলা শ্রমিক লীগের সহসভাপতি আবুল হোসেন, সদর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শওকত হোসেন, পুরোহিত কিরণ চক্রবর্তী, নিতাই ব্যানার্জী, ভৈরব কর্মকার প্রমুখ।

তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের উদ্বোধণ
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার পৌষের সন্ধ্যায় শিশির ভেজা মনোরম পরিবেশে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ-সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্ট’র চেয়ারম্যান খায়রুল মোজাফ্ফর মন্টু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রমী মটরস্ এর ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুস সোবহান খোকন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম কালাম তমাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, এনটিভির জেলা প্রতিনিধি সুভাষ চৌধুরী প্রমুখ। সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক মুক্ত পরিবেশে মানুষিক প্রশান্তির অভিজাত রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের দাহিদা মেটাতে যাত্রা শুরু করল তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেল সুপার আবু জাহেদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মজিদ, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণর্জিী, দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি আনিছুর রহিম, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম.কামরুজ্জামান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক এম রফিক সহ জেলার উচ্চ পদস্থ কর্মকর্তা ও ভিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র