রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সাতক্ষীরার বিভিন্ন খবর (০১নভেম্বর’১৮)

জননেত্রী শেখ হাসিনা সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যপক সহায়তা দিয়ে যাচ্ছে—এমপি রবি

২০১৮-১৯ অর্থ বছরের রবি মৌসুমে বোরো, সরিষা, ভুট্টা ও বিটি বেগুন এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল ও গ্রীস্মকালীন মূগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় প্রধান অতিথি বলেন, ‘কৃষকরাই দেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার ব্যপক সহায়তা দিয়ে যাচ্ছে। এখন আর সারের জন্য লাইন দিতে হয়না, সার কৃষককে খুজে নেয়। এটাই জননেত্রী শেখ হাসিনার উদারতা ও দেশের মানুষের জন্য ভালবাসা। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাই তিনি বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে ডেল্টাপ্লান হাতে নিয়েছেন। দেশের শন্তি অগ্রগতির জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান এবং পরিবেশবান্ধব কৃষি এবং কৃষকের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুর ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান প্রমুখ। এসময় ইপস্থিত ছিলেন উপসহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, অমল কুমার ব্যাণার্জী, নীল কণ্ঠ সরকার, এস.এম ইকবাল আহম্মদ, মো. আব্দুস সাত্তার প্রমুখ। মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জাতীয় ইঁদুর নিধন অভিযান সম্পর্কে প্রতিপাদ্য উপাস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারি কৃষি অফিসার সীমন্ত কুমার দাস।

শেখ হাসিনা যুবদের বেকারত্ব দূরীকরনে কর্মমুখি পদক্ষেপ নিয়েছেন: এমপি রবি

‘জেগেছে যুব, গড়বে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারন করে সাতক্ষীরায় জাতীয় যুব দিবস-২০১৮ উপলক্ষে যুব মেলা, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের সনদ বিকরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা যুবদের বেকারত্ব দূরীকরনে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কর্মমুখি করেছেন এবং ন্যাশনাল সার্ভিস চালু করেছেন। তিনি পদ্মাসেতুসহ যে মেগা প্রজেক্ট গুলো হাতে নিয়েছেন এবং তরুণ প্রজন্মের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন সেগুলো সঠিকভাবে পূরণে; আর একটাবার বাংলাদেশ আওয়ামীলীগকে সুযোগ দেওয়ার জন্য যুবদের প্রতি আহ্বান জানান।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ প্রমুখ। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের।

কদমতলা বাজার হতে রাজনগর বাজার-লাবসা ইউপি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

কদমতলা বাজার হতে রাজনগর বাজার ভায়া লাবসা ইউপি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকালে লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, লাবসা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, ইউপি সদস্য কাজী মনিরুজ্জামান মনি, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, মো. আরসাদ আলী, ইবাদুল্লাহ হাজরা প্রমুখ। এফ.ডি.ডি.আর.আই.আর.পি (বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক ও অবকাঠামো মেরামত/ পুনর্বাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ২ কোটি ১৯ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে কদমতলা বাজার হতে রাজনগর বাজার ভায়া লাবসা ইউপি সড়ক পূনর্বাসন করন ৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট:
খুলনা জেলাকে হারিয়ে সাতক্ষীরা জেলা বিভাগীয় চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে ইয়ং টাইগার্স অ-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০১৮-১৯ এর খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা বনাম খুলনা জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় খুলনা জেলা দল টসে জিতে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। দলের হাবিবুর ৪৬ রান করে। প্রতিপক্ষের আতিকুর ৩টি, নাইমুল, রাজ ও আকিব ২টি করে উইকেট লাভ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের শাহাজাহান ৭৫ এবং রাসেল ৫১ রান করে। ফলে সাতক্ষীরা জেলা দল ৭ উইকেটে জয়লাভ করে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ ইলতুত মিশু, বিসিবি প্রতিনিধি শাফাক আল জাবির, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহম্মেদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মীর তাজুল ইসলাম রিপন, মির্জা মনিরুজ্জামান কাকন, কাজী কামরুজ্জামান, স.ম সেলিম রেজা, ফারহা দীবা খান সাথি, জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাপ হোসেন প্রমুখ। ভেন্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস আলী বাবু।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।

সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন

ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নব-নির্মিত সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলী, উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, পৌর মেয়র তাককিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক সংসদ সদস্য ডা. মোখলেছুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক মো. সালাহ উদ্দিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ২০টি মন্ত্রণালয়ের আওতায় ৫৬টি জেলায় মোট ৩শ’২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়ন ও সাফল্য উদ্য়াপন উপলক্ষে আনন্দ র‌্যালি

বাংলাদেশ সরকারের ১০ বছরে অর্জিত উন্নয়ন ও সাফল্য উদ্য়াপন উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য আয়োজনে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মহসীন আলী, উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমুখ। এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র