সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সাতক্ষীরার নারিকেলতলা-আখড়াখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা শহরের নারিকেলতলা মোড় হয়ে ঝাউডাঙ্গা ভায়া আখড়াখোলা বাজার, বল্লী ইউপি রায়পুর বাজার এবং পাথরঘাটা সড়ক পূনর্বাসন করন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) বিকালে বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এলে দেশের সকল সেক্টরে উন্নয়ন হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে এত উন্নয়ন মানুষ আগে কখনও দেখেনি। সদরের ১৪টি ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রিজ কালভাট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে যা চোখে পড়ার মত। ইতিমধ্যে পৌর এলাকাসহ পাশর্^বর্তী এলাকার রাস্তা ঘাটের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আরো উন্নয়নমূখী কাজ হবে। এই ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিশ^জিৎ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, সাংবাদিক ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। এফ.ডি.ডি.আর.আই.আর.পি (বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক ও অবকাঠামো মেরামত/ পুনর্বাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ৫ কোটি ৬৮ লক্ষ ৬৬ হাজার ২শ’৭৯ টাকা ব্যয়ে নারিকেলতলা মোড় হয়ে ঝাউডাঙ্গা ভায়া আখড়াখোলা বাজার, বল্লী ইউপি রায়পুর বাজার এবং পাথরঘাটা সড়ক পূনর্বাসন করন ৯.২ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর কুমার বসু, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আখন্দ ট্রেডিং এন্ড কোং এর স্বত্বাধিকারী মো. নাছিম আখন্দ, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম, শিক্ষক কামাল হোসেন প্রমুখ।

ইটাগাছা বাঙ্গালের মোড় হয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি ভায়া ঘোনা ইউপি অফিস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরার বহু কাঙ্খিত শহরের ইটাগাছা বাঙ্গালের মোড় হয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি ভায়া ঘোনা ইউপি অফিস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ অক্টোবর) সকালে পৌরসভার ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এফ.ডি.ডি.আর.আই.আর.পি (বন্যা ও দূর্যোগ ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক ও অবকাঠামো মেরামত/ পুনর্বাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ৬৯ লক্ষ ১৫ হাজার ২শ’৯০ টাকা ব্যয়ে ইটাগাছা আর এন্ড এইচ (উপজেলা হেড কোয়ার্টার) হতে ঘোনা ইউপি অফিস সড়ক পুনর্বাসন করনের ৩ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শেখ তহিদুর রহমান ডাবলু, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স আখন্দ ট্রেডিং এন্ড কোং এর স্বত্বাধিকারী মো. নাছিম আখন্দ, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, যুবলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, শেখ শফি উদ্দিন সফি, জিয়াউর বিন সেলিম যাদু, ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাবেদ হাসান জজ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র