মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সস্তার অপরাজিতা প্যাকেজে লাভ না লোকসান গুণবে টেলিটক?

ভর্তুকি কিংবা লোকসান দিয়ে নয় বরং অন্যান্য মোবাইলফোন অপারেটরের মতো বাজার প্রতিযোগিতায় ‘অপরাজিতা’ সিম প্যাকেজটিকে টেলিটকের স্বকীয় বিপণন পদ্ধতি বলে করছেন সংশ্লিষ্টরা। টেলিটকের কম মূল্যে ডেটা সুবিধা চালুর পর যদি সব অপারেটরের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় তাহলে ডেটা খরচ কমে আসতে পারে বলেও তারা মনে করছেন।

প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার বলেন, ইন্টারনেট ব্যান্ডউইথের দাম প্রতি ১ এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ৬২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। টেলিটক অন্যান্য অপারেটরের তুলনায় অত্যন্ত সস্তা দামে ডেটা দিলেও মনে হয় না এতে লোকসান হচ্ছে। বরং প্যাকেজে ব্যান্ডউইথের ক্রয়মূল্যের ওপর সামান্য মুনাফায় ডেটা বিক্রি করছে টেলিটক।

‘সরকারের উদ্দেশ্য জনগণকে ডিজিটাল মহাসড়কে আনা। এজন্য সরকার যদি বিনামূল্যেও ইন্টারনেট দেয় তাহলে লোকসান না হয়ে লাভই হবে।’

এসময় টেলিটক সস্তায় ডেটা দিতে পারলে অন্য অপারেটররা কেনো পারবে না, এমন প্রশ্নও রেখেছেন মোস্তফা জব্বার।

টেলিটক এতো কমমূল্যে ডেটা দিতে পারলে অন্যান্য অপারেটররা কেনো একই রকম মূল্যে ডেটা দিতে পারছে না, এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেননি অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নূরুল কবীর। তবে ‘অপরাজিতা’ সিমকে লাভ-লোকসানের দৃষ্টিতে দেখতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘টেলিটক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে এই প্যাকেজ চালু করতে পারে। অন্যান্য মোবাইলফোন অপারেটরদের সঙ্গে টেলিটকের ব্যয়েরও পার্থক্য আছে। এখন টেলিটকের কম মূল্যে ডেটা সুবিধা চালুর পর যদি সব অপারেটরের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয় তাহলে ডেটা খরচ কমে আসতে পারে।

অ্যামটব মহাসচিব বলেন: দেশের মোবাইলফোন অপারেটররা গ্রাহক আকর্ষণে নানা রকম প্যাকেজ ঘোষণা করে। যে যার মতো মার্কেটিং পলিসিতে বাজার ধরতে চায়। সরকারি টেলিকম কোম্পানি হিসেবে অন্যান্য কোম্পানির মতো প্রতিযোগিতায় টিকতে টেলিটকের ‘অপরাজিতা’ একটি ইউনিক মার্কেটিং পদক্ষেপ হতে পারে।

রোববার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘অপরাজিতা’ উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অপরাজিতা সিম অ্যাক্টিভেশনের পর মাত্র ৮ টাকায় ১ জিবি এবং ১৪ টাকায় ২ জিবি ডেটা পরবর্তী তিন মাস যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। নারীরা বায়োমেট্রিক নিবন্ধন করে সম্পূর্ণ বিনামূল্যে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টারে এ সিম পাবেন।

অপরাজিতা সিমের মাধ্যমে টেলিটক থেকে টেলিটক ভয়েস কল ৬০ পয়সা (মিনিট), টেলিটক থেকে অন্য অপারেটরে ৯০ পয়সা, ভিডিওকল (টেলিটক থেকে টেলিটক) ২৪ ঘণ্টায় ৬০ পয়সা মিনিট।

তারানা হালিমের ফেসবুক পেজের পোস্টে জানানো হয়, টেলিটকের নতুন এই প্যাকেজের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ভয়েস ও ভিডিও কল এবং ইন্টারনেট ডেটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী