রবিবার, নভেম্বর ১৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সরকারের ধারাবাহিকতা থাকলে শিক্ষা ব্যবস্থা উন্নয়নেও ধারাবাহিকতা থাকবে : লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘একটি রাষ্ট্র ও জাতির উন্নতির পূর্বশর্ত শিক্ষিত জনগোষ্ঠি। আর তাই বর্তমান সরকার শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থা অবৈতনিক ও সম্পূর্ণ ফ্রি করার চিন্তাভাবনা করছে।’

বরিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কলারোয়া মডেল হাইস্কুলে নতুন ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুস্তফা লুৎফুল্লাহ এমপি আরো বলেন- ‘অনেক সীমাবদ্ধতার মধ্যেও দেশের প্রাথমিক স্কুলগুলো জাতীয়করণ, সকল উপজেলায় একটি করে হাইস্কুল ও কলেজ জাতীয়করণ করে প্রমান হয়েছে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকারের ধারাবাহিকতা থাকলে শিক্ষা ব্যবস্থারও উন্নতি ও উন্নয়নের ধারাবাহিকতা থাকবে ইনশাল্লাহ।’

‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমুহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন ৪তলা ভবন নির্মান বাস্তবায়ন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রুহুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, স্কুলের অভিভাবক সদস্য অধ্যাপক আব্দুর রহিম, সাতক্ষীরা পল্লীমঙ্গল কলেজিয়েট স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব ইউনুছ আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরা পারভীন, পৌরসভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান।

সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ.লীগ নেতা ভূট্টোলাল গাইন, পৌর প্রকৌশলী অজিহার রহমান, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, আব্দুল আলিম, শামছুল হক, মুজিবর রহমান, ইমাদুল হকসহ সুধিবৃন্দ, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।

পরে তিনি নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।

এর আগে মডেল হাইস্কুলে পৌছুলে মুস্তফা লুৎফুল্লাহ এমপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন শিক্ষার্থী ও স্কাউটাররা।

এদিকে, অনুরূপভাবে উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা রহিমা গার্লস হাইস্কুলের ৪তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এড.মুস্তফা লুৎফুল্লাহ এমপি।

প্রতিষ্ঠানটির সভপতি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা