বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে কুশখালীর সাতানীতে উঠান বৈঠকে এমপি রবি

বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে জনগণের দোর গোড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সদরের কুশখালী ইউনিয়নের সাতানী গ্রামের ৮নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়ির উঠানে সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে নারীদের নিয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ ২০১৪ সালের নির্বাচনে জয় লাভ করেছিল বলেই দেশের মানুষ আজ শান্তিতে আছে এবং দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন কর্মকান্ড ধরে রাখতে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। নৌকার দল ক্ষমতায় এলে দেশের মানুষ কিছু পায়। ধানের শীষ এলে লুটপাট-অগ্নিসন্ত্রাস ছাড়া কিছু দিতে পারে না তারা। বিএনপি ক্ষমতায় এলে তারা কাউকে কিছু দেবে না। লুটপাট করবে, একাই খাবে। অতীতে আপনারা নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন। নৌকায় ভোট দিয়ে আপনারা শিক্ষা, চিকিৎসা, বিনামূল্যে বই পেয়েছেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আমাদের আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা শাখার আহবায়ক প্রভাষক এম সুশান্ত, দাঁতভাঙ্গা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.জাহিরুল ইসলাম, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, বাঁশদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান, ইউপি সদস্য মনিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জাহানারা খাতুন প্রমুখ।

উঠান বৈঠকে উপস্থিত নারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও সমাধানের আশ্বাস দেন।

এসময় স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাতানী ভাদড়া মাঝেরপাড়া জামে মসজিদের উদ্যোগে অসুস্থ্য রোগীদের সাহাযার্থে একটি তহবিল উদ্বোধন করেন সাংসদ রবি।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

অসুস্থ্য জেলা আওয়ামীলীগের নেতা তোতার শর্য্যা পাশে এমপি রবি
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অসুস্থ্য সৈয়দ হায়দার আলী তোতার শারিরীক খোঁজ-খবর নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
তিনি রবিবার বিকালে সাতক্ষীরা সদর হাসপাতালে যান এবং দায়িত্বরত ডাক্তারদের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন। রক্তের হিমোক্লোরিন কমে যাওয়ায় তাকে রক্ত দেওয়া হচ্ছে। এসময় তিনি একটি মেডিকেল বোর্ড গঠণ করে দ্রুত রিপোর্ট দিতে বলেন এবং উন্নতমানের চিকিৎসার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি এড. আব্দুল লতিফ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, দপ্তর সম্পাদিকা তহমিনা ইসলাম, সদর হাসপাতালের অফিস সহকারি আকতার হোসেন, শেখ কামরুল ইসলামসহ পরিবারের সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র