শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সংলাপের বিষয়ে ঐক্যফ্রন্ট নেতা মন্টুকে ফোন কাদেরের

সংলাপে রাজি হওয়ার পর জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গণভবনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান কামাল হোসেনের দল গণফোরামের সাধারণ সম্পাদক মন্টু।

একাদশ সংসদ নির্বাচনের তফসিলের আগে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে রাজি হওয়ার সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান কাদের।

তার পরপরই জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের কার্যালয়ে বৈঠকে বসেন; এর মধ্যেই মন্টুর মোবাইল ফোনে কাদেরের কল আসে।

এক সময়ের আওয়ামী লীগ নেতা ও যুবলীগের এক সময়ের চেয়ারম্যান মন্টু বলেন, “সোয়া ৮টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে টেলিফোন করেন। তিনি জানতে চেয়েছেন, কত সদস্যের টিম সংলাপে ফ্রন্টের পক্ষে থাকবে। আমি বলেছি, কালকেই আমরা আপনাকে এ বিষয়টি জানাতে পারব।”

গণভবনে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে বলে মন্টুকে জানিয়েছেন কাদের।

মন্টুর ধারণা, বুধবার এই সংলাপ হতে পারে।

সংসদ অধিবেশনে থাকা ওবায়দুল কাদেরের সঙ্গে এনিয়ে কথা বলা যায়নি।

আওয়ামী লীগের এক নেতা বলেন, “কাদের ভাই মোস্তফা মহসীন মন্টুকে ফোন করেছিলেন, তাদের কথা হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি যাবে।”

সংলাপের দিন-স্থান জানার অপেক্ষায় ঐক্যফ্রন্টের নেতারা

সংলাপে বসতে আওয়ামী লীগের রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইসিতে যাওয়া বাতিল করে এখন আলোচনার দিন ও স্থান জানার অপেক্ষায় রয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

সোমবার আকস্মিক এক ঘোষণায় সংলাপে বসতে রাজি হওয়ার কথা জানান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই খবর শুনে বিকালে মতিঝিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের চেম্বারে বৈঠকে বসেন নতুন এই জোটের স্টিয়ারিং কমিটির সদস্যরা। ফ্রন্টের মূল উদ্যোক্তা কামাল হোসেন এই বৈঠকে ছিলেন না।

বৈঠকের ফাঁকে সন্ধ্যায় জোট নেতাদের নিয়ে সাংবাদিকদের সামনে এসে মওদুদ বলেন, “আমরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়েছিলাম। আজকে আমরা জানতে পারলাম যে, আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে সংলাপের জন্য আমাদেরকে আমন্ত্রণ জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

“আমরা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আনুষ্ঠানিকভাবে যখন আমাদেরকে জানানো হবে কখন, কোন সময়ে কোন তারিখে এই আলোচনা হবে। আমরা সেটা জানলে তার সমর্থনে অবশ্যই সাড়া দেব।”

সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক শিবিরে বিরোধপূর্ণ অবস্থানের মধ্যে সংলাপ নিয়ে সংবাদ সম্মেলনে এসে কাদের শুরুতেই বলেন, “আমি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষ থেকে সমগ্র দেশবাসীর জন্য প্লিজেন্ট সারপ্রাইজ দেব, যা সারাদেশের রাজনৈতিক অঙ্গনে স্বস্তির সুবাতাস বইয়ে দেবে।”

ক্ষমতাসীন দল সংলাপে রাজি হওয়ায় মঙ্গলবার নির্বাচন কমিশনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।

মওদুদ বলেন, “যেহেতু প্রধানমন্ত্রী সেখানে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন, সেজন্য আমরা মনে করছি, এই মুহূর্তে নির্বাচন কমিশনে বোধ হয় না গেলেই হয়। যাওয়ার প্রয়োজন নেই।

“কালকে আমাদের ইসিতে যাওয়ার কথা ছিল ৩টার সময়, আমরা ইসিতে যাচ্ছি না। নতুন ডেভেলপমেন্ট হল; এখন তো মূল বিষয়গুলো সংলাপে হবে। সেখানে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়টি নিয়েও আলোচনা হবে।”

একাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৩ অক্টোবর গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার চেয়ারম্যান কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর তারা ৭ দফা দাবি তোলে।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রোববার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

আওয়ামী লীগ নেতারা এতদিন সংলাপের আহ্বান নাকচ করে এলেও সোমবার বিকালে সংবাদ সম্মেলনে কাদের বলেন, কোনো চাপের মুখে নয়, জাতীয় ঐক্যফ্রন্ট চাইছে বলে তারা সংলাপের এই প্রস্তাবে রাজি হয়েছেন। তফসিল ঘোষণার আগেই শেখ হাসিনার নেতৃত্বে ফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন তারা।

মওদুদ বলেন, “আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলার কার্যক্রম চলেছে এবং রায় দেওয়া হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। আমরা এর নিন্দা জানাই। নানারকমের শারীরিক সমস্যায় আক্রান্ত বেগম জিয়ার ন্যায্য জামিন না দেওয়ার সরকারি পদক্ষেপেরও আমরা প্রতিবাদ করছি।

“আমরা আশা করি, সরকার বেগম জিয়ার জামিনের সব বাধা দূর করে তাকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা মনে করি, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।”

জিয়া এতিমখানা দুর্নীতির মামলায় সাজার রায়ের পর আট মাস ধরে কারাবন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় হয়েছে সোমবার। এতে তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

ঐক্যফ্রন্ট নেতাদের বৈঠকে পরিবহন ধর্মঘটে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও আলোচনায় আসে।

মওদুদ বলেন, “গতকাল ও আজ সরকারি মন্ত্রীদের মদদে পরিবহন ধর্মঘটের নামে সাধারণ মানুষকে জিম্মি করে তাদের অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টির আমরা প্রতিবাদ জানাচ্ছি।”

মওদুদের সভাপতিত্বে এই বৈঠকে ছিলেন জেএসডির আ স ম আবদুর রব ও আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও জাহেদুর রহমান, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর ও আ ব ম মোস্তফা আমিন। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীও এই বৈঠকে ছিলেন।দের।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী