সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সংলাপের জন্য প্রধানমন্ত্রীর দুয়ার সব সময় খোলা আছে: কাদের

সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুয়ার সব সময় খোলা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি একথা বলেন।

বিএনপি বা ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা আছে ওবায়দুল কাদেরের এমন এক বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, “শেখ হাসিনার দরজা কারো জন্য কখনো বন্ধ ছিল না, শেখ হাসিনার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে। কেউ কোনো বিষয়ে কথা বলতে চাইলে তার কাছে নিয়মমাফিকভাবে আলোচনা করতে চান, আলাপ করতে চান আমাদের নেত্রী দুয়ার খোলা আছে-আমি এটা বলেছি।”

গণভবনে চা চক্রের নামে তামাশা হয়েছে বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি আসলে নেতিবাচক রাজনীতিতে গভীর খাদের কিনারায় চলে এসেছে। তাদের এখন খাদে পড়তে আর বেশি বাকি নাই। এ অবস্থায় তারা বেসামাল হয়ে, বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে। এখানে কোন যুক্তি নেই, এখানে কোন বাস্তবতা নেই।কারণ এই নির্বাচন নিয়ে দেশে-বিদেশে এই মুহূর্তে কোন প্রশ্ন নেই।

“দুনিয়ার সব সভ্য গণতান্ত্রিক দেশ গুলো এই নির্বাচনে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন সরকারের সঙ্গে একসাথে কাজ করার কথা, স্বয়ং জাতিসংঘ থেকেও উচ্চারিত হয়েছে। নির্বাচন নিয়ে কোথাও কোন প্রশ্ন নেই, কোথাও কোন বিতর্ক নেই এবং দেশ ও জনগণের মাঝে কোন প্রকার বিরূপ সমালোচনা নেই। একমাত্র বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারাই আজকে নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। কাজেই তারা কে কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না। কারণ এটা ব্যর্থ বিএনপির অসংলগ্ন প্রলাপ ছাড়া আর কিছুই নয়।”

বিএনপির আন্দোলনের হুমকির প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়টি লিগাল বিষয়। লিগেল ব্যাটেল করে তারা যদি তাদের নেত্রীকে মুক্ত করে তাহলে তাদেরকে স্বাগতম। এটা আইনের বিষয়ে আইনগতভাবে সমাধান হবে। এখন আন্দোলন করে বিএনপি নেত্রী বেগম জিয়াকে মুক্ত করবে, এটা এখন আর দেশের জনগণ বিশ্বাস করে না। কারণ তাদের আন্দোলন আষাঢ়ের তর্জন গর্জনেই সার। এর কোন আবেদন নেই।”

আপনাদের গঠনতন্ত্র স্পষ্টভাবে বলা আছে উপজেলার বর্ধিত সভার মাধ্যমে চেয়ারম্যান পদটি মনোনয়ন দিতে হবে। কিন্তু অনেক জায়গা অভিযোগ আসছে এমপি তাদের প্রভাব খাটিয়ে একক নাম পাঠাচ্ছে-এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, “সে রকম অভিযোগ আসতে পারে। এখন এককভাবে নিয়ম ভঙ্গ করে যদি কোনো নাম বা তালিকা আসে সেজন্য তো আমাদের মনোনয়ন বোর্ড আছে। কেউ কোন অনিয়ম করলো কিনা সেটা দেখার জন্য আমাদের এই বোর্ড। তৃণমূলের নামগুলো সঠিক ভাবে আসছো কিনা সেটা দেখার জন্যই তো আমাদের এই মনোনয়ন বোর্ড।

“সঠিকভাবে নাম না আসলে, সঠিকভাবে কি করতে হবে সেখানে সার্ভে রিপোর্টও আছে। সব মিলিয়ে আমরা মমনোনয়ন দিবো। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের উপর আমরা ভিত্তি করব না। কারণ তৃণমূলের রিপোর্টে যদি কোনরকম ম্যানিপুলেশন হয় সে অবস্থায় সার্ভে রিপোর্ট আমাদের কাজে দিবে।”

কিন্তু যে শর্ত দেওয়া হয়েছিল যাদের নাম তৃণমূল থেকে আসবে শুধুমাত্র তাদের কাছে ফরম বিক্রি করা হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, “আমরা মনোনয়ন দেব কাকে সেটা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিবে। কিন্তু ফরম বিক্রির ব্যাপারে আমরা যদি মনে করি কাউকে দেওয়া উচিত, ফরম বিক্রি করা দরকার, অনেক জায়গা ডিস্ট্রিক্ট চেয়ারম্যান অনেকেরই নাম নেই, অনেকে হয়তো বা অভিযোগ করেছে আমার নামটি অন্যায় ভাবে পাঠায়নি, এই ধরনের অবস্থায় ফরম বিক্রি করতে তো কোনো অসুবিধা নেই-ফরম আমরা দিয়ে দিব। এরপর বোর্ড সিদ্ধান্ত নিবে মনোনয়ন কাকে দেবে।”

অনেক এমপি এবং মন্ত্রী এবং শীর্ষ নেতারা তাদের নিজ এলাকার প্রার্থীর নাম এককভাবে পাঠাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড বসবে সবকিছু বিচার বিশ্লেষণ করে যাচাই-বাছাই করে জনগণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ব্যক্তিকেই আমরা সিলেক্ট করব।”

বিএনপি বলছে জাতীয় নির্বাচনে যেমন ভোট ডাকাতি হয়েছে, ডাকসু নির্বাচনে ভোট ডাকাতির আশঙ্কা রয়েছে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, “নির্বাচনের আগেই তারা হেরে যাচ্ছে এটা তো তাদের পুরনো অভ্যাস। এটা তাদের স্বভাব সুলভ বক্তব্য, নালিশের রাজনীতি তাদের নতুন নয়।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী