মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য

দৈনিক পত্রদূত’র অনলাইন সংষ্করণ ও কলারোয়া নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশোধন করে হালনাগাদ করা হলো কলারোয়া উপজেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটটির তথ্য।

২২ সেপ্টেম্বর রবিবার রাত ৮টার পরে সেটা সংশোধন ও আপডেট করা হয়েছে বলে দেখা গেছে।

এর আগে দুপুরে এ রিপোর্ট প্রকাশিত হওয়ার সময়ও উপজেলার সরকারি ওয়েবসাইটে ৬মাস আগের পুরাতন তথ্য সম্বলিত ছিল৷ সেখানে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান হিসেবে মো. আরাফাত হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে সেলিনা আক্তার ময়নার নাম দেখা গেছে।

গত ২৪ মার্চ ২০১৯ কলারোয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে নিরঙ্কুশ জয়লাভ করেন দলটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু। একই সঙ্গে কাজী আসাদুজ্জামান সাহাজাদা উপজেলা পরিষদের নতুন ভাইস চেয়ারম্যান ও শাহনাজ নাজনীন খুকু মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

২২ সেপ্টেম্বর রাত ৮টার পরে আপডেট করা তথ্য।

নির্বাচনের ৬মাস পেরিয়ে গেলেও নব-নির্বাচিতদের নাম রবিবার (২২ সেপ্টেম্বর’১৯) পর্যন্ত সরকারি ওয়েবসাইটে দৃশ্যমান হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যারা এই দায়িত্বহীন কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবী জানিয়েছেন কেউ কেউ।

২২ সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে kalaroa.satkhira.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে পুরাতন পরিষদ সদস্যদের নাম দেখা যায়।

বিষয়টি সম্পর্কে তাৎক্ষনিক জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ কলারোয়া নিউজকে বলেন- ‘বিষয়টি খেয়াল করা হয়নি। আমার এখানকার এপি ট্রেনিং-এ আছেন, এজন্য এটা আর আপডেট দেয়া হয়নি।’

২২ সেপ্টেম্বর দুপুরের দিকে সংবাদ প্রকাশের সময়ও পুরাতন তথ্য।

এটা দ্রুত সংশোধন করা হবে বলেও তিনি তখন জানান।

এরই ফলশ্রুতিতে অবশেষে ২২ সেপ্টেম্বর রবিবার রাত ৮টা ২৩ মিনিটে সরকারি এই ওয়েবসাইটটি আপডেট করা হয়েছে বলে দৃশ্যমান হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে সর্বশেষ হালনাগাদ দেখাচ্ছে রাত ৮টা ৩৫মিনিট।

তথ্যপ্রযুক্তির এই সময়ে সরকারের স্থানীয় সকল দপ্তরের আপডেট সময়মতো প্রদর্শনের দাবি জানিয়েছেন সচেতনমহল।

২২ সেপ্টেম্বর রবিবার দুপুরে প্রকাশিত খবরটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

http://kalaroanews.com/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%95%e0%a6%b2/

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা