বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ষড়যন্ত্র থেকে রেহাই পেতে সাতক্ষীরায় এক গৃহবধুর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় শ্বাশুড়ী ও নিখোজ স্বামীর ভাইয়েরা এক গৃহবধূকে তার বসতবাড়ী থেকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকার মোঃ নুরুল হুদার স্ত্রী মোছাঃ ফারহানা মুক্তা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী নুরুল হুদা ২০০৫ সালে বুধহাটার কুলতিয়ায় আরএনবি ব্রিক্স নামে ভাটা করে এবং দেনারদায়ে ১৪ সালে বাড়ি ছেড়ে ঢাকার উত্তরায় গিয়ে বাসা ভাড়া নিয়ে বসবার শুরু করে। ১৬ সালের জুন মাসের দিকে হঠাৎ করে সেখান থেকে সে নিরুদ্দেশ হয়ে যায়। এরপর দুই মেয়েকে নিয়ে আমি কষ্টে জীবন যাপন করতে থাকি। একপর্যায় মেয়েদের নিয়ে আমি সাতক্ষীরায় বাড়ি ফিরে আসি। বাড়ি ফেরার পর শ্বশুড়ী ও স্বামীর ভাই যথাক্রমে শামসুল হুদা, কামরুল হুদা, মেজবাহুল হুদা ও নাজমুল হুদা আমাকে বাড়িতে উঠতে দিচ্ছিলো না। পরদিন সকালে বাবা এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আমাকে বাড়িতে তুলে দেন। এরপর স্বামী নিখোঁজের ঘটনায় ৩০ জুন সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করি।

তিনি আরো বলেন, আমার স্বামী নিখোঁজ হওয়ার আগে তার বাড়িটি আমার নামে লিখে দেন। স্বামীর অবর্তমানে আমার স্বামীর ভাই শামসুল হুদা, কামরুল হুদা, মেজবাহুল হুদা, নাজমুল হুদা ও শ্বশুড়ি ওই বাড়ির দখল থেকে আমাকে উচ্ছেদের পায়তারা শুরু করে। কিন্তু স্বামী নুরুল হুদা বাড়ি আমার নামে লিখে দিয়েছেন জানতে পারে তারা আমার ও মেয়েদের সাথে দুর্ব্যবহার করতে থাকে। ইতোমধ্যে বড় মেয়ের বিয়ে দিয়েছি। আমার ছেলে না থাকায় ও স্বামীর অনুপস্থিতিতে তারা রাতে আমার বাড়ীতে ইট, পাটকেল মারে। মাঝে মধ্যে ঘরে তালা লাগিয়ে দেওয়ারও হুমকি দেয়। এছাড়া আমাকে প্রাণ নাশের হুমকিও প্রদর্শন করে তারা। আমার ওপেন হার্ট সাজার্রী করা। তারা আমাকে অত্যান্ত মানুষিক চাপে রেখেছে। তাদের মানুসিক চাপের কারণে যে কোন সময় আমার শারিরীক অবস্থার অবনতির আশংকা করছি আমি।

তিনি অভিযোগ করে বলেন, আমাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করতে না পেরে গত ২৬ ফেব্রæয়ারী আমার শ্বশুড়ী ও স্বামীর ভাইরা সাতক্ষীরা প্রেসক্লাবে আমার বাবা, মা ও জামাতা কামরুজ্জামানকে জড়িয়ে একটি মিথ্যা সংবাদ সম্মেলন করে। সেখানে তাদের দেয়া বক্তব্য সম্পূর্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। তারা আমার মত একজন অসহায় মহিলার বাড়ি দখল করার জন্য এধরনের মিথ্যাচার করছে। তারা আমার পিতাকেও হয়রানি করার চেষ্টা অব্যহত রেখেছে।

তিনি স্বামীর দেওয়া বাড়ি রক্ষা এবং শাশুড়ী ও স্বামীর ভাইদের ষড়যন্ত্রের হাত থেকে নি®কৃতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র