শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শ্রমিক-মালিক সুসম্পর্কের প্রত্যয়ে কলারোয়ায় মহান মে দিবস উদযাপন

শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ে কলারোয়ায় মহান মে দিবস উদযাপিত হয়েছে।

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’- প্রতিপাদ্যে ও ‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানে ১৩৩তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো আলোচনা সভা, র‌্যালি, অনুদান প্রদান, মধ্যাহৃ ভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

বুধবার সকাল থেকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ইলেকট্রিশিয়ান ইউনিয়ন, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন, ভ্যান রিকসা শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন, থ্রি-হুইলার সমিতি, ইমারত শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পৃথক স্থানে এসকল অনুষ্ঠানের আয়োজন করে।

প্রায় সকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এছাড়া ইউরেকা পাম্প সংলগ্ন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত প্রয়াত ৮জন শ্রমিকদের পরিবারের মাঝে মাথাপ্রতি নগদ ১৫হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
ওই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সাংসদ বিএম নজরুল ইসলাম।
সংগঠনটির সভাপতি মঞ্জুরুল ইসলাম মিঠু সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম পরিচালনা করেন।

উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে মৃত সদস্যের পরিবারকে ২০হাজার টাকা এবং আহত শ্রমিকদের ৫হাজার টাকা অনুদান দেয়া হয়।

এদিকে, র‌্যালিতে ও পৃথক অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংগঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি ও রবিউল আলম মল্লিক রবি, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ নাজনীন খুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আনোয়ার হোসেন, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি সাইফুল্যাহ আজাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, সিনিয়র সহ.সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক ও কলারোয়া নিউজ’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, আসাদুজ্জামান ফারুকী প্রমুখ অংশ নেন।

ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, ইলেকট্রিশিয়ান ইউনিয়নের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক কুরবান আলীসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবিতে বিভিন্ন সংগঠনের মে দিবস পালন

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা