শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শ্যামনগরে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

আবুল কাসেম, সিনিয়র রিপোর্টার, সাতক্ষীরা: শ্যামনগরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে তুলে নিয়ে প্রেমিকসহ তিন বন্ধু মিলে রাত ভোর পালাক্রমে ধর্ষন করেছে বলে অভিযোগ উঠেছে।
পানের সাথে চেতনা নাশক মিশিয়ে ধর্ষন শেষে ভোর রাতে সঙ্গাহীন অবস্থায় ধান ক্ষেতের আঁইলে ফেলে রাখা হয়। ভোরে গ্রাম বাসি ওই ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি বলে ধর্ষিতা ও তার পরিবারের অভিযোগ।
গত শুক্রবার দিবাগত রাতে শ্যামনগর সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনি এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার ভোর পাঁচটার দিকে ধর্ষিতাকে উদ্ধার করে গ্রামবাসি।

ধর্ষিতা জানায়, পার্শ্ববর্তী চাদনীমুখী গ্রামের মনিরুল ইসলামের ছেলে আব্দুল্যা আল মামুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাত ১০ টার দিকে প্রেমিক মামুন ও তার দুই বন্ধু মোবাইল ফোনে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সবার অজান্তে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে বাড়ির পার্শ্ববর্তী বেড়িবাঁদের উপর মামুন তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এসময় মামুনের বন্ধুরা কিছুটা দুরে নৌকার মধ্যে অবস্থান করছিলো। এসময় কান্নাকাটি করলে মামুন তাকে (ধর্ষিতাকে) নিয়ে নৌকায় উঠে বিস্কুট ও পান খেতে দেয়। পান খাওয়ার পর সে আর কিছু বলতে পারেনা।
শনিবার ভোরে গ্রামবাসি তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করার পর জানতে পারে তাকে ধান ক্ষেতের আঁইল থেকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করা হয়।
ধর্ষিতা তার শারীরিক অবস্থা বিবেচনায় জানায়, তাকে তার প্রেমিকসহ তিন জন মিলে সারা রাত ধর্ষন করেছে। তিনি এর বিচার দাবি করেন।

বুড়িগোয়ালিনি গ্রামের নুরুজ্জামান, আদমআলী, নজরুল ইসলাম, আব্দুল হক জানান, তারা শনিবার ফজরের নামাজ শেষে মাঠে যাওয়ার পথে বুড়িগোয়ালিনি ফরেস্ট জামে মসজিদের ইমাম রফিকুল হুজুরের ধান ক্ষেতের আইঁলের উপর এক তরুনীকে পড়ে থাকতে দেখেন। পরে তারা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনি নৌপুলিশ ফাড়ির পুলিশের কাছে হস্তান্তর করে।

নৌপুলিশ জানায়, ওই তরুণীর পরিচয় নিশ্চিত হয়ে তার ভাই ভুট্রো মিয়ার মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

ধর্ষিতার ভাই ভুট্ট মিয়া জানান, পুলিশ তার বোনকে বাড়ি নিয়ে গোসল করানোর পর ভাত খাইয়ে সুস্থ্য করাইয়ে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে বলে ।

বুড়িগোয়ালিনি নৌপুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মামুন জানান, তিনি ছুটিতে এ বিষয়ে তার জানা নেই।

বর্তমান ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই মোমিনুল জানান, তিনি ধর্ষিতাকে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানায় যাওয়ার পরামর্শ দেন।

স্থানীয় ইউপি সদস্য (৬ নং ওয়ার্ড) আব্দুর রহিম জানান, ওই রুণীর সাথে মামুনের প্রেম ভালোবাসা আছে এটা সবাই জানে। শুক্রবার দিবাগত রাতে কি হয়েছে তা জানা নেই। তিনিও ধর্ষিতাকে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে বলেছেন।

গাবুরা ইউপি চেয়ারম্যান আলী আজম টিটু জানান, মেয়েটি আব্দুল্যা আল মামুনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বিষয়টি আইনগত ভাবেই দেখবেন বলে জানান।

ধর্ষক আব্দুল্যা আল মামুন জানান. আগামী সোমবার আমার বিয়ের দিন ধার্য হয়েছে। মেয়েটি আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিষয়ে তিনি কিছু জানেন না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • শ্যামনগর থেকে অস্ত্র গুলি উদ্ধার ॥ আটক-১
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • শ্যামনগরের গাবুরায় ভেড়িবাঁধে ভয়াবহ ভাঙন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • সুন্দরবনে মুক্তিপনের দাবীতে ১৪ জেলে অপহরণ!
  • শ্যামনগরে যুবলীগের অনুষ্ঠান শেষে ফেরার সড়ক দূর্ঘটনায় কর্মী নিহত, আহত ২
  • সাতক্ষীরা জেলাব্যাপী মাদক গ্রেফতার ১৯, ফেন্সিডিল-গাঁজা উদ্ধার