শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের পেসার মৃত্যুঞ্জয়

শুধু দেশের নয় তিনি গর্ব কলারোয়া উপজেলার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। শুধু দেশের নয় তিনি গর্ব সাতক্ষীরার কলারোয়া উপজেলার। কলারোয়ার এই প্রতিভাবান ছেলে দেশের হয়ে বিদেশের মাটিতে অন্যন্য ক্রীড়া নৈপূন্য দেখিয়েছেন।

১৩ মার্চ মঙ্গলবার ভারতের বৃহত্তর নয়ডায় তিন দিনের ম্যাচ খেলছে আফগানিস্তান ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

প্রথম তিন দিনের ম্যাচটি শুরু হয়েছে ১৩ মার্চ থেকে। প্রথম দিনের লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। যুবাদের এগিয়ে দিয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। বাঁহাতি এ পেসার একাই নিয়েছেন ৫ উইকেট। তার বোলিং তোপে আফগানিস্তান উড়ন্ত সূচনা পাওয়ার পরও অলআউট হয়েছে ২৩৭ রানে।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। প্রান্তিক নওরজ নাবিল ৪৬ ও রিশাদ হোসেন শূন্য রানে অপরাজিত আছে। ১৩ রানে ফাইয়াজ হাবিব ও শূন্য রানে তাহসিন সাজঘরে ফিরেছেন।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ইজাজ আহমেদের সেঞ্চুরি ও সুলায়মান আরবজাইয়ের হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় আফগানিস্তানের যুবারা। তাদের দুজনকেই ফেরান রিশাদ হোসেন। এরপর মৃত্যুঞ্জয়ের বোলিংয়ে তাদের মিডল অর্ডার ভেঙে যায় সহজেই। শেষ দিকে ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি।

মৃত্যুঞ্জয় ৩৯ রানে নেন ৫ উইকেট। ২টি উইকেট পেয়েছেন রিশাদ খান। ১টি করে উইকেট পান মেহেদী হাসান অনি ও শাহাদাত হোসেন।

দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে গত ১০ মার্চ ভারত গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তারা ঢাকায় ফিরবে ২৮ মার্চ।

এই মৃত্যুঞ্জয় চৌধুরীর বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে। তাহাজ্জত হোসেন চৌধুরী ও তাসলিমা খাতুনের ছোট পুত্র মৃত্যুঞ্জয় চৌধুরী।

কলারোয়ার নবারুন গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তাহাজ্জত হোসেন চৌধুরীর ভাগ্নে কলারোয়া নিউজের অন্যতম উপদেষ্টা এডভোকেট আবু জাহিদ জানান- ‘বর্তমানে ঢাকার একটি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মৃতুঞ্জয় ছোট বেলা থেকে ছিলো ক্রিকেটপ্রেমি। কলারোয়া পৌরসভাধীন তুলশীডাঙ্গা গ্রামে বেড়ে ওঠা মৃত্যুঞ্জয় বয়সভিত্তিক ঢাকা মেট্রো ক্রিকেট দলের নিয়মিত সদস্য। এছাড়াও স্থানীয়, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টে কৃতিত্ব দেখিয়েছে সে। মৃত্যুঞ্জয় চৌধুরী কলারোয়ার গর্ব।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!