শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

শুক্রবার বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার মোস্তাফিজ

শুভকাজটা তবে কি সেরেই ফেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান? ‘কাটার মাস্টার’ খ্যাত জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুক্রবারই (২২ মার্চ) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ এক সূত্র।

মোস্তাফিজের নিজ জেলা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় গ্রামে নিজ বাড়িতে এ বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গেছে। তবে কোন আয়োজন ছাড়াই বিয়ে হচ্ছে মোস্তাফিজুর রহমানের। শুক্রবার জুমার নামাজের পর স্বল্প পরিসরে পারিবারিক আয়োজনে সম্পন্ন হতে যাচ্ছে বিয়ের এই আনুষ্ঠানিকতা।

বধূ সেজে যিনি মোস্তাফিজের ঘরে আসছেন সেই মেয়েটি মোস্তাফিজের মামাতো বোন। মূলত মায়ের ইচ্ছাতেই বিয়ে করছেন মোস্তাফিজ। তবে তাদের দুজনের জানাশোনা রয়েছে আগে থেকেই।

মোস্তাফিজের মেজ মামা দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. রওনাকুল ইসলাম বাবু। এই মামার সেজ মেয়ে সামিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ে হচ্ছে মোস্তাফিজের। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হচ্ছে বিয়ে।

এদিকে তারকা এই ক্রিকেটারের বিয়ে নিয়ে নেই তেমন কোনো আয়োজন। বিয়ের আয়োজনে মেয়ের বাড়িতে চারটি টেবিলের একটি ছোট লাল রঙের প্যান্ডেল করা হয়েছে। এটুকু ছাড়া কোনো আয়োজন নেই। মামা রওনাকুল ইসলাম বাবু বর্তমানে মাছের ঘেরের ব্যবসা করছেন। চার ভাইবোনের মধ্যে সামিয়া পারভীন শিমু তৃতীয়।

শিমু ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে এসএসসি ও ২০১৮ সালে সখিপুর কেবিএ আহসানউল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অনার্স প্রথম বর্ষে লেখাপড়া করছেন।

মোস্তাফিজের হবু শ্বশুর মেজ মামা রওনাকুল ইসলাম বাবু বলেন, বিয়ে নিয়ে কোন আয়োজন নেই। এত বড় একটা খেলোয়াড়ের বিয়ে হচ্ছে, কত বড় আয়োজন হবে কিন্তু কোন আয়োজন নেই। কারণ মোস্তাফিজের মা অসুস্থ। এজন্যই মূলত কোন আয়োজন ছাড়া বিয়ে হচ্ছে।

তিনি আরও বলেন, উভয় পরিবারের সম্মতিতেই বিয়েটা হচ্ছে। মোস্তাফিজের মা ও আমার মা দুজনই চায় এই বিয়েটা হোক। এরপর আমরা পারিবারিকভাবেই তাদের বিয়েতে একমত হয়েছি।

তবে মোস্তাফিজুর রহমানের বড় ভাই মাহুজার রহমান বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পারিবারিক আয়োজনে বিয়েটা হচ্ছে। তবে বাইরের কাউকে জানানো হয়নি। শুধু আমরা কয়েক ভাই মিলে যাবো বিয়ের আনুষ্ঠানিকতা সারার জন্য। এছাড়া পরবর্তীতে অনুষ্ঠান করা হবে, সে সময় সবাইকে জানানো হবে।

মুস্তাফিজ বিয়ের ব্যাপারে বলেন, শুক্রবার হবে বিয়ে। কেবল পরিবারের কিছু মানুষ উপস্থিত থাকবে। তবে বিয়ের অনুষ্ঠান হবে বিশ্বকাপের পর।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!