মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কলারোয়ায় শাশুড়ির নির্যাতনে পুত্রবধূর আত্মহত্যা!

শাশুড়ির নির্যাতন সইতে না পেরে কলারোয়ায় দুই সন্তানের জননী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আত্মহননকারী ময়ুরী খাতুন (২৮) উপজেলার কেরালকাতা ইউনিয়নের হাটুনি গ্রামের নিকারি পাড়ার গোলাম রসুলের স্ত্রী ও একই গ্রামের আবু বক্করের মেয়ে।
তার আল আমীন (১৪) ও মো.হোসেন (৯মাস) নামে দু’টি ছেলে সন্তান রয়েছে।

বুধবার (৫সেপ্টেম্বর) সকালে ঘাসমারা বিষ পান করলে কলারোয়া হাসপাতালে নেয়ার পর দুপুরের দিকে সে মারা যায়।

স্থানীয় সূত্র জানায়- শাশুড়ির গালিগালাজ ও মারপিট সইতে না পেরে ঘরে থাকা ঘাসমারা বিষ পান করার পর স্বজনরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অনেক প্রচেষ্টার পরও ময়ুরীকে বাচাঁনো যায়নি। তাকে মৃত ঘোষনা করেন হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম।

মৃত ময়ূরীর খালা প্রত্যক্ষদর্শী চিয়ারেন বিবি (৫৬) জানান- ‘প্রায় সকল সময় ময়ূরীকে বিভিন্ন ভাবে নির্যাতন করতো তার শাশুড়ি মৃত সামছুর রহমানের স্ত্রী মর্জিনা। আজ সকালে পথিমধ্যে যাওয়ার সময় দেখি ময়ুরীকে বেধরকভাবে গালিগালাজ ও মারপিট করছে।’

একই গ্রামের বাসিন্দা মৃত ময়ুরীর মা আছিয়া খাতুন (৪২) জানান- ‘এর আগেও অনেকবার ওরা আমার মেয়েকে নির্যাতন করেছে। তারপরও বাচ্চা দুইটার মুখের দিকে তাকিয়ে ডিভোর্স করাইনি। মাঠে কাজ করে সকল নির্যাতন সহ্য করে সংসার চালাতো আমার মেয়ে (ময়ুরী)।’
তিনি অভিযোগের সুরে বলেন- ‘সকালে কচুরমুখি পরিষ্কার করতে করতে শাশুড়ি আজও গেন্জাম শুরু করে। ধৈর্ধ্য ধরতে না পেরে বাধ্য হয়ে আমার মেয়ে বিষ পান করে।’

পুত্রবধু কেন বিষ পান করেছে জানতে চায়লে শাশুড়ি মর্জিনা বলেন- ‘আমার সাথে বনে না, ভীষন মুখ খারাপ ওর।’

একই গ্রামের নবিজান বিবি (৩৮) বলেন- ‘ওদের প্রায় এমন গন্ডগোল হয়।

এদিকে, ময়ুরীর মৃত্যুর পর লাশ গ্রহনের জন্য তার মা ও খালা ছাড়া কাউকে আর দেখা যায়নি। পরে ফোন করে ডেকে নিয়ে আসা হয় ময়ুরীর স্বামী গোলাম হোসেনকে।

এসময় ময়ুরীর পিতা আবু বক্কর ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ সরদার পুলিশকে খবর দেন।
এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদ জানান- ‘ইউডি মামলা হয়েছে। আমরা ময়না তদন্ত করেছি।’

মৃতের শাশুড়ি মর্জিনা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা