বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রেকর্ড গড়েও জেতা হল না টাইগারদের

বিশ্বকাপে টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। ছাড়িয়ে গেছে নিজেদের আগের রেডর্কও। তারপরেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাওয়া হল না। ৪৫ রানের হারটা ছোট হার না। কিন্তু বাংলাদেশ খেলেছে জয়ের সমান এক ইনিংস।

বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেডর্ক আয়ারল্যান্ডের। ২০১১ সালে তারা ইংল্যান্ডের দেয়া ৩২৯ রানের লক্ষ্য তাড়া করেছিল আইরিশরা। যে রেকর্ড ভেঙে দিতে পারতো বাংলাদেশ, যদি ওয়েস্ট ইন্ডিজ আরো কিছু রান করতো। আর তাই, অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের টার্গেটেও জয়ের আশা দেখছিলেন অনেকেই। জিততে হলে বাংলাদেশকে আজ করতে হতো ওয়ানডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড। ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড দক্ষিণ আফ্রিকার। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার দেয়া ৪৩৫ রানের টার্গেটে জিতেছিল তারা।
রেকর্ড গড়তে পারেনি বাংলাদেশ। জয়ও পায়নি। কিন্তু, রানের ভারে ভেঙেও পড়েননি ব্যাটসম্যানরা। বুক চিপিয়ে লড়েছেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দলের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করে ভারত, পাকিস্তান, আফগানিস্তানকে বার্তা দিয়ে রাখল টাইগাররা।
সেমির লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য জয়টা দরকার ছিল খুব। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে তাই জ্বলে উঠতে হতো বোলিং, ব্যাটিং, ফিল্ডিং-তিন বিভাগেই। কিন্তু, টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে বোলারা নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলেন না। মাশরাফি, মোস্তাফিজ, রুবেলদের কচুকাটা করে রানের পাহাড় তোলে অজিরা।
বিশাল বোঝা মাথায় নিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। যে সৌম্যর হার্ডহিটার ব্যাটের দরকার ছিল খুব, নামের পাশে ১০ রান যোগ হতেই রান আউট হন তিনি। দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে প্রাথমিক চাপটা বেশ ভালোভাবেই সামাল দেন তামিম ইকবাল। তাদের ৭৯ রানের জুটি ভাঙে ৪১ রানে সাকিবের বিদায়ের পর। মুশফিকের সঙ্গে তামিমের জুটিটা জমতে জমতেই ভেঙে গেল। মিচেল স্টার্ককে কাট করতে গিয়ে ইনসাইড এজ হলেন ৬২ রান করা তামিম। লিটনও বেশিদূর যেতে পারেননি। তার ব্যাট থেকে আসে ২০ রান।
১৭৫ এ চার উইকেট হারিয়ে বড় হারের শঙ্কায় থাকা টাইগারদের হয়ে এরপর লড়াই শুরু করলেন মুশফিক-মাহমুদুল্লাহ জুটি। সেট হতে কিছুটা সময় নিলেও ঝড় তুলতে বেশি দেরি করেননি তারা। ১২৭ রানের জুটি সমর্থকদের মধ্যে ঢেউ তুলেছেন, ক্ষণে ক্ষণে জয়ের আশাও জাগান। কিন্তু ৬৯ রানে মাহমুদুল্লাহ’র বিদায়ের পরপরই কোন রান না করেই সাব্বির রহমান ফিরে গেলে জয়টা হাতছাড়াই হয়ে যায়। নিশ্চিত হরের মধ্যে লড়াই চলছিল আরেকটি। মুশফিকের দায়িত্বশীল ব্যাটিং সেঞ্চুরি না পেলে কষ্টটা আরো বাড়তো। সেটা হয়নি। অসাধারণ সেঞ্চুরিতে
স্কোর:
বাংলাদেশ ৩৩৩/৮ (৫০)
তামিম ইকবাল ৬২ (৭৪)
সৌম্য সরকার ১০ (৮)
সাকিব আল হাসান ৪১ (৪১)
মুশফিকুর রহিম ১০২* (৯৭)
লিটন দাস ২০ (১৭)
মাহমুদুল্লাহ ৬৯ (৫০)
সাব্বির রহমান ০ (১)
মেহেদী হাসান ৬ (৭)
মাশরাফি মুর্তজা ৬ (৫)
বোলার
মিচেল স্টার্ক ১০-০-৫৫-২
প্যাট কামিন্স ১০-০-৬৫-০
গ্লেন ম্যাক্সওয়েল ৩-০-২৫-০
নাথান কোল্টার-নেইল ১০-০-৫৮-২
মার্কাস স্টইনিশ ৮-০-৫৪-২
অ্যাডাম জাম্পা ৯-০-৬৮-১
স্কোর:
অস্ট্রেলিয়া ৩৮১/৫ (৫০)
ডেভিড ওয়ার্নার ১৬৬ (১৪৭)
অ্যারোন ফিঞ্চ ৫৩ (৫১)
উসমান খাজা ৮৯ (৭২)
গ্লেন ম্যাক্সওয়েল ৩২ (১০)
মার্কস স্টইনিশ ১৭* (১১)
স্টিভ স্মিথ ১ (২)
অ্যালেক্স কারি ১১* (৮)
বোলার
মাশরাফি ৮-০-৫৬-০
মোস্তাফিজ ৯-০-৬৯-১
সাকিব ৬-০-৫০-০
রুবেল ৯-০-৮৩-০
মেহেদী মিরাজ ১০-০-৫৯-০
সৌম্য ৮-০-৫৮-৩

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!