সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রুহুল হক এমপি’র চিকিৎসা-পরামর্শ থেকে আয় ২৮ লাখ

সাতক্ষীরা-৩ (জাতীয় সংসদ-১০৭) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ, বিএনপি,জামায়াত ও ইসলামী আন্দোলনসহ চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যাচাই-বাছাইয়ে চার প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামাল।

দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী ডা আ ফ ম রুহুল হক সম্পদে এগিয়ে রয়েছেন। মামলায় এগিয়ে রয়েছেন জামায়াত নেতা রবিউল বাসার আর সব থেকে স্বর্ণালঙ্কার বেশি বিএনপি প্রার্থী মো. শহিদুল ইসলামের স্ত্রীর।

২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে এমপি নির্বাচিত হন ডা. আ ফ ম রুহুল হক। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

হলফনামায় আ ফ ম রুহুল হক উল্লেখ করেছেন, বছরে কৃষি খাত থেকে তার আয় ৮০ হাজার টাকা, বাসা ভাড়া থেকে আয় ৫ লাখ ৯২ হাজার ৬৭৮ টাকা, ব্যবসা থেকে আয় ৫ লাখ ২০ হাজার ৬৮৯ টাকা, শেয়ার-সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৪৭ লাখ ৩০ হাজার ১০৪ টাকা, চিকিৎসা পরামর্শ থেকে আয় ২৮ লাখ টাকা, সংসদ সদস্য হিসেবে সম্মানী পান ২৫ লাখ ৭৫ হাজার ৭৯০ টাকা, করমুক্ত গাড়ি বিক্রি করে আয় ৩ লাখ টাকা।

তার নগদ টাকা ১ লাখ ৫৫ হাজার টাকা, স্ত্রীর আছে ৭০ হাজার টাকা, ব্যাংকে জমা ১ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৪০৬ টাকা, স্ত্রীর নামে আছে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৩ টাকা, শেয়ার বাজারে আছে ১ কোটি ৫১ লাখ ৫২ হাজার ১৮৫ টাকা, স্ত্রীর নামে ২ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকা, ব্যাংকে স্থায়ী আমানতে বিনিয়োগ ৩ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৩৮৬ টাকা, স্ত্রীর নামে আমানত ৫৪ লাখ ১৬ হাজার ৮৯৭ টাকা, যানবাহন থেকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা, স্বর্ণ ৮০ হাজার টাকা, স্ত্রীর স্বর্ণ ৩ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৬০ হাজার টাকা, আসবাবপত্র দেড় লাখ টাকা, কৃষি জমি ৫ একর, অকৃষি জমি ২ লাখ ৭০ হাজার টাকা, আবাসিক/বাণিজ্যিক বাসা ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৭৬২ টাকা ও দুটি ফ্ল্যাট ৫৬ লাখ টাকা। এছাড়া ডাচ-বাংলা ব্যাংকে ৯৬ লাখ ২৪ হাজার ৪৭২ টাকা ঋণ রয়েছে রুহুল হকের।

বিএনপির হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত নেতা রবিউল বাসার। দাখিলকৃত মনোনয়নপত্রের হলফনামায় জামায়াতের এই নেতা উল্লেখ করেছেন, তার নামে মামলার সংখ্যা ১৩টি যা বিচারাধীন ও তদন্তধীন। বছরে কৃষি খাত থেকে আয় ৫০ হাজার টাকা, চাকরি থেকে আয় ৪ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা, নগদ টাকা ১০ হাজার টাকা, স্ত্রীর রয়েছে ২ হাজার টাকা, ব্যাংকে জমা ২ লাখ এক হাজার টাকা, স্ত্রীর নামে জমা ২ লাখ ৩৮ হাজার ৩৪৫ টাকা, যানবাহন ৫০ হাজার টাকা, স্বর্ণ স্ত্রীর ১ লাখ ৫০ হাজার টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৩০ হাজার টাকা, আসবাবপত্র ৫০ হাজার টাকা, কৃষি জমি ১২৮ শতক, স্ত্রীর নামে ৩ একর, অকৃষি জমি ৫ শতক, স্ত্রীর নামে ২.৩ শতক এবং দোতলা বাড়ি।

বিএনপির প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন মো. শহিদুল আলম। হলফনামার তথ্য অনুযায়ী তার নামে মামলা রয়েছে একটি। মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

তিনি হলফনামায় উল্লেখ করেছেন, বছরে কৃষি খাত থেকে তার আয় ৩৭ হাজার ৫০০ টাকা, স্ত্রীর নামে বাসা ভাড়া থেকে আয় ২ লাখ ৪৬ হাজার ৯১৫ টাকা, ব্যাংকে আমানত থেকে আয় ৪৭ হাজার ৩১৮ টাকা, স্ত্রীর আয় ৬৬ হাজার ৪৯৭ টাকা, চিকিৎসা পরামর্শ থেকে আয় ৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা, চাকরি থেকে আয় ৪ লাখ ৯২ হাজার টাকা, স্ত্রীর আয় ৯ লাখ ১০ হাজার ৩৭৮ টাকা।

তার নগদ টাকা রয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা, স্ত্রীর নামে ৪ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকে জমা ৫৫ লাখ ৪২ হাজার ৩৯৭ টাকা, স্ত্রীর নামে জমা ৪৭ লাখ ৯২ হাজার ২০৮ টাকা, শেয়ার রয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৩ টাকা, স্ত্রীর নামে শেয়ার ২ লাখ ৩৭ হাজার ৪৫১ টাকা, একটি যানবাহন ২৬ লাখ টাকা, স্বর্ণ ২০ তোলা, স্ত্রীর ৪২ তোলা মূল্য ৯ লাখ ৮৩ হাজার ২৪০ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ১ লাখ ৬ হাজার ৭০০ টাকা, আসবাবপত্র ৩ লাখ ৬০ হাজার টাকা, স্ত্রীর ১ লাখ ১৫ হাজার টাকা, কৃষি জমির পরিমাণ ২২৯.৫ শতক, অকৃষি জমি ২৫ শতক, বনানী ও ধানমন্ডিতে স্ত্রীর নামে বাড়ি রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার ৫৮৪টি দুর্গাপূজা মন্ডপ

সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (দূর্গাপূজা) কে কেন্দ্রবিস্তারিত পড়ুন

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

  • ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • সাতক্ষীরায় প্রি-পেইড মিটার স্থাপন ও চুরিরোধে ওজোপাডিকো’র অভিযান
  • ৭ অক্টোবরের মধ্যে জেলার সব নদী-খালের অবৈধ নেট-পাটা-বাধ অপসারণের নির্দেশ
  • সাতক্ষীরায় ছাগল খড়ি’তে দেয়ার অপরাধে যুবককে মারপিট!
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • সড়কের জায়গা দখল করে ব্যবসা নয়, অবৈধ বিলবোর্ড অপসারণের নির্দেশ ডিসি’র