বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

রাজধানীতে মসজিদ ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট। শুক্রবার রাজধানীর শাহআলী থানার চিড়িয়াখানা রোডে অবস্থিত ‘মেঘনা ভবন জামে মসজিদ’ কমিটির চেয়ারম্যান মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের প্রধান নির্বাহী ড. মো. মোজাহেদুল ইসলাম বলেন, আল্লাহর ঘর মসজিদ ভাঙার অপরাধে জাতির কাছে আগামী সাত দিনের মধ্যে অপরাধীদের ক্ষমা চাইতে হবে। তিনি অভিযোগ করে বলেন, মাল্টিপ্লান সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুনসেফ আলীর নির্দেশেই এ মসজিদে ভাঙচুর করা হয়েছে। মুনসেফ আলীসহ এর সঙ্গে জড়িত সকলকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। তিনি আরো বলেন, মুসলিম প্রধান দেশ বাংলাদেশে মসজিদ ভাঙার দৃষ্টান্ত চোখে পড়ে না। অথচ সেখানে রাজধানীতে এমন একটি জঘন্যতম কাজ করেছে। আমরা এ ঘটনায় স্তম্ভিত, ব্যথিত এবং মর্মাহত। ইতিমধ্যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকল মিডিয়াকে ঘটনাটি জানানো হয়েছে। মোজাহেদুল ইসলাম বলেন, আগামী সাত দিনের মধ্যে এহেন জঘন্যতম অপরাধের জন্য যদি তারা জাতির কাছে ক্ষমা না চায়-তাহলে পরবর্তীতে ব্যাপক কর্মসূচি নেয়া হবে। নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন-মানবাধিকার প্রতিষ্ঠান সেন্টার ফর হিউম্যান রাইট্স মুভমেন্টের নির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দ ওমর ফারুক, মহাসচিব আব্দুল শামিম সেরনিয়াবাত, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মিল্লাত হোসেন প্রমুখ। জানা গেছে, গত ৭ ডিসেম্বর দুপুরে মাল্টিপ্লান সোসাইটির প্রকল্প ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে ৬০ থেকে ৭০ জন লোক দিয়ে ৪ হাজার ৫০০ বর্গফুটের মসজিদের ইমামের দাঁড়ানোর স্থান, কোরআন শরীফ রাখা সেলফ এবং একাধিক ফ্যান ভাঙচুর করা হয়। এছাড়াও জামে মসজিদের জালনা দিয়ে পবিত্র কোরআন শরীফ নিচে ছুড়ে ফেলে দেয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। তবে তারা এখন ছাড়া পেয়ে আবারও হামলা চালানোর পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী