মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

যোগ্যতা দিয়ে নেতা হতে হবে, গ্রুপিং করে নয় : সেতুমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের কমিটিতে কোন পকেটমানি পদ্ধতি থাকবে না, আর যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী হবে তাদের জন্য শেখ হাসিনার স্পস্ট বার্তা হচ্ছে কোন ধরণের ছাড় দেয়া হবে না, সাথে সাথে বহিষ্কার করা হবে। ছাত্রলীগের নামে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি করছে তাদের দল থেকে বহিষ্কারসহ, নেয়া হবে কঠোর ব্যাবস্থা।

বৃহষ্পতিবার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ওবায়দুল কাদের বলেন, সোহাগ গ্রুপ আর জাকির গ্রুপ বলে কিছু নেই ছাত্রলীগের গ্রুপ একটাই বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ, যার কোন গ্রুপ নেই। এসব গ্রুপিং করে কেউ নেতা বানাতে পারবে না। যোগ্যতা দিয়ে নেতা হতে হবে। ’

এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, সম্মেলন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর দীর্ঘ রাস্তা বন্ধ করে সম্মেলনের শো ডাউন করা হচ্ছে! এটা করা ঠিক হয়নি। মনে রাখা উচিত ছিলো, এটি একটি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন। সাধারণ মানুষের সম্মেলন নয়। কাজেই সাধারণের কথা মাথায় রেখেই কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, কোনো অপকর্ম মেনে নেওয়া হবে না। ছাত্রলীগের নামে যখন কোন সংবাদ প্রকাশিত হয়। তখন আমাদের সরকারের এতো উন্নয়ন এতো অর্জন সব ম্লান হয়ে যায়। এরাই আমাদের ভালো অর্জনটুকু নষ্ট করে দিচ্ছে। এসব কালোপাহাড়ের মতো দানবের অস্তিত্ব রাখা হবে না। তারা যতই শক্তিশালী হোক না কেন কালা পাহাড়দের কেউ নেতৃত্বে আসতে পারবে না।

তিনি আরও বলেন, আমাদের সাম্প্রদায়িক ও উগ্রবাদী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিএনপি বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য জঙ্গিবাদী কর্মকাণ্ডের আশ্রয় নিয়েছে। এসব করে সরকারের শিঁকড় উপড়ানো যাবেনা। এই সরকারের শিঁকড় এতোটা গভীরে যে তার তল তাদের পাওয়া সম্ভব নয়। তাই এটিকে চাইলে উপড়ে ফেলা যাবেনা। বৃথা চেষ্টা করে কোন লাভ নেই। এই সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ তো করা যাবে না এবং লক্ষ্য থেকেও সরানো যাবেনা।

সম্মেলনে সভাপতিত্ব করেন জবি ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদ জাকির হোসাইনসহ কেন্দ্রীয় ছাত্রলীগ এবং জবি ছাত্রলীগের প্রাক্তন নেতারা।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী