সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মামলা করে বিপাকে কলারোয়ার পৃথক দুই পরিবার!

জয়নগরে প্রবাসীর পরিবার হুমকির মুখে!

কলারোয়ায় মারপিট ও চুরি মামলা করে আমেরিকা প্রবাসী এখন হুমকির মুখে।
সাতক্ষীরা আদালতে সাক্ষী দিতে গিয়ে পুনরায় তারা সন্ত্রাসী হামলায় শিকার হয়েছে।
এমন অভিযোগ করেছেন আমেরিকা প্রবাসীর ছোট ভাই ব্যবসায়ী মনিরুজ্জামান দফাদার।
তিনি জানান-উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামে দীর্ঘ ৪০/৪৫ বছর ধরে প্রতিবেশী চাচা মৃত মতলেব দফাদারের ছেলে আমির হোসেনের সহিত জমাজমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায় সময় আমির হোসেন, রাকিবা খাতুন, ছালেহা খাতুন, বিপ্লব গাজী অন্যায় ভাবে তাদের বাড়ীতে এসে মারপিট করে জমি দখলের চেষ্টা করে বাড়ী ঘর ভাংচুর সহ ক্ষতি সাধন করে আসছে। গত ২১এপ্রিল-১৯ তারা বেআইনী জনতাবন্ধে হত্যার উদেশ্যে মারপিট করিয়া ক্ষতিসাধন ও গুরুত্বর জখম ও চুরিসহ ভয়ভীতি প্রদর্শন করায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-১৩(৪(১৯)।
সাতক্ষীরা কোর্টে একটি দেওয়ানী মামলায় গত ৬/৩/১৯ তারিখে সাক্ষী গেলে কোর্টের বাহিরে ফাকা স্থানে আমির হোসেনের জামাই বিপ্লব গাজীর নেতৃত্বে এক দল সন্ত্রাসী মনিরুজ্জামান দফাদার, আব্দুল্লাহ দফাদার ওআহসান হাবিবকে ধরে মারপিট করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সাতক্ষীরা জেলা যুবলীগের হস্তক্ষেপের মুখে পড়ে তারা ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে চুরি মামলার আসামী আমির হোসেন, রাকিবা খাতুন ও ছালেহা খাতুন পুলিশের গ্রেফতার এড়াতে সাতক্ষীরার কাটিয়ায় জামাই বিপ্লব গাজীর বাড়ীতে আশ্রায় নিয়েছে বলে জানা গেছে। আর সেখান থেকে ভাড়াটিয়া লোক দিয়ে আমেরিকা প্রবাসীর পরিবারবর্গকে হুমকি দিচ্ছে। বর্তমানে তাদের অব্যহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এছাড়া আমির হোসেন বিভিন্ন অনলাইন পত্রিকায় তাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন খবর ছাপাচ্ছে। মনিরুজ্জামানের পিতা জমির উদ্দীন দফাদার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তাদের পরিবারের সকলেই আওমালীগ পরিবারের সদস্য। আমির হোসেন, রাকিবা খাতুন, ছালেহা খাতুনের নামে কলারোয়া থানায় মামলা নং-১৩(৪)১৯ ও দেওয়ানি পিটিশন নং-১৫৩০/১৮ ফৌ: কা: বি: মামলা রয়েছে।

গয়ড়ায় বিপাকে অসহায় পরিবার
কলরোয়ায় মারামারি মামলা করে বিপাকে পাড়েছে এক অসহায় পরিবার। মামলার স্বাক্ষীদের বাড়ী থাকতে দিচ্ছে না আসামী পক্ষ ও সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে- উপজেলার গয়ড়া গ্রামে।
ওই গ্রামের ক্ষতিগ্রস্ত রোকনুজ্জামান জানান- উপজেলার বলিয়ানপুর মৌজায় ডিপি ৪১ নং খতিয়ানে ৫৯৮/৮১২ নং দাগে ০৫ শতক জমি আছে। এই জমি নিয়ে প্রতিবেশী আ: জব্বার, আলিম, নূর ইসলামের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এমনকি ওই জমিতে চাষ করতে গেলে তারা মারপিটের হুমকি দিয়ে থাকে। এনিয়ে তাদের নামে একটি সাধারণ ডায়েরী হয়েছে। যার ডায়েরী নং-৪৩৩।
এর পরে গত ১৪ আগষ্ট ১৮ তারিখে সন্ত্রাসী নুর ইসলাম, আ: জব্বার, মীর কাশেম, সোহেল, রশিদ দলবদ্ধ হয়ে মামলার বাদী রোকনুজ্জামান ও তার পিতা আলহাজ্ব আলতাফ হোসেনকে ধরে মারপিট করে আহত করে। ব্যবসায়ীক এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল ভাংচুর করে।
এঘটনায় তাদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে সিআরপি-১১৭/১৮ মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। এই মামলা করে বাদী ও বাদীর পরিবারবর্গ নিরাপত্তাহীনতায় রয়েছে। এমনকি মামলার স্বাক্ষীরাও বাড়ীতে থাকতে পারছে না। মিথ্যা মামলা দিয়ে হয়রানী করারও হুমকি দিচ্ছে আসামী পক্ষ। যে কোন সময় ওই এলাকায় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংখা করছে এলাকাবাসী।
বিষয়টি স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে ক্ষতিগ্রস্ত রোকনুজ্জামান ও তার পরিবারবর্গ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা