শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মনিরামপুরের সাড়ে ৪ শতাধিক শিক্ষক পরিবারে মানবেতর জীবন যাপন

শিক্ষক আব্দুর রাজ্জাক, বিনা বেতনে শিক্ষকতা করছেন ১৬ বছর। স্ত্রী দু’সন্তান এবং মাকে নিয়ে পাঁচ সদস্যের সংসার চলে অতি কষ্টের মধ্যে দিয়ে। এতেও কোন দুঃখ নেই আব্দুর রাজ্জাকের। দুঃখ কেবল বছর ঘুরে ঈদ এলেই। প্রতিবেশী ছেলে-মেয়েদের মত নিজের দু ছেলেকে তেমন চাহিদা মেটাতে পারেন না। মাত্র চার শতক জমির ওপর বসতবাড়ীই সম্বল। এরপর বেতন ছাড়াই পাঁচ সদস্যের সংসার।

মনিরামপুরে মহাদেবপুর-জয়নগর দাখিল মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন ২০০০ সালে। কেবল রাজ্জাক নয়, উপজেলার সিটি কে মাধ্যমিক বালিকা বিদ্যালয় স্থাপিত ১৯৯১ সালে। প্রায় ২৭ বছরের মধ্যে এ প্রতিষ্ঠানটি এমপিওভূক্ত হয়নি। ১২ জন শিক্ষক-কর্মচারী অভাব অনাটনের মাঝে দিন কাটছে তাদের। চিনাটোলা কলেজ স্থাপিত ২০০২ সালে।

অধ্যক্ষ সাজ্জাদ হোসেন জানান, প্রায় ১৫ বছর বেতন ছাড়াই প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক-কর্মচারীকে ধরে রাখা খুবই কষ্টের। ২০১৬ সালে এইচ.এস.সি পরীক্ষায় এ কলেজ থেকে অংশ নেয় ১৪০জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় ১০৩ জন। তবে আগামীতে এমন সাফল্য অর্জন সম্ভব হবে না এমন আশংকা অধ্যক্ষের। জানতে চাইলে অধ্যক্ষ বলেন, পেটে ভাত না থাকলে প্রতিষ্ঠানে কে আদৌ মনোযোগী হওয়া সম্ভব? সংসারে চরম অনাটন তাই কোন কোন শিক্ষক কলেজ ছেড়ে মাঝে মধ্যে অন্যের জমিতে মজুরী খাটতে যান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, যশোরের মনিরামপুর উপজেলায় এমপিওভূক্ত হয়নি এমন স্কুল, কলেজ, মাদরাসার সংখ্যা ২৮টি। যার শিক্ষক-কর্মচারী ৪৬০ জন। এসব প্রতিষ্ঠানের মধ্যে কলেজ ৬টি, মাদরাসা ৯টি এবং মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ১৩টি।
জয়নগর মহাদেবপুর দাখিল মাদরাসার সুপার মাওঃ জসিম উদ্দীন জানান, তার প্রতিষ্ঠানে ১৮ জন শিক্ষক-কর্মচারী চরম আর্থিক সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। মাদরাসার বেতন ছাড়াই ১৬ বছর এসব শিক্ষক-কর্মচারী শ্রম দিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক কষ্টের সাথে বলেন, সরকার আন্তরিক হলে সবই সম্ভব হতো। এক পর্যায়ে অতি কষ্টের সাথে তিনি বলেন, ভিক্ষুক পূর্নবাসন করছেন সরকার। কিন্তু বঞ্চিত শিক্ষকদের সে অবস্থায় নিলেও আগামী দিন বেঁচে থাকার স্বপ্ন ছিলো।

বাংলাদেশ নন-এমপিও শিক্ষক-কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুন্ডু জানান, বেঁচে থাকার জন্য সরকারের কাছে তাদের দাবী নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। তদোপরি কোন ব্যবস্থা হয়নি। তবে আশা করা হচ্ছে নতুন এ অর্থ বছর থেকে সরকার কিছু একটা করবেন আমাদের জন্য।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী