মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

মধুমেলা উদ্বোধনকালে মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন : ‘যথাসময়ে সংসদ নির্বাচন হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি বলেন- ‘সংবিধান অনুযায়ী এই সরকারে অধীনে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের এমন কোন বেহাল অবস্থা হয়নি যে কোন দল নির্বাচনে আসবে না বা নির্বাচন নিয়ে কোন সংলাপের প্রয়োজন আছে। আমরা জানি বিদ্যুত সর্ক খাইলে মানুষ মারা যায়। অথচ ২০০১ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে ৯৬ তে রেখে যাওয়া ৪ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ খেয়ে ফেলে ৩ হাজার মেঘাওয়াটে নিয়ে আসে। বর্তমান দেশে বিদ্যুতে ব্যাপক উন্নয়ন হয়ে ১৬ হাজার মেঘাওয়াটে পরিণত হয়েছে। বর্তমান সরকারে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় এনে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে হবে।’

শনিবার বিকালে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রলায়ের পৃষ্ঠপোষকতায় সপ্তাহ ব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেন- ‘উনবিংশ শতাব্দীর পথিতযশা বাঙ্গালী কবি ও নাট্যকর মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের নবজাগরণের অন্যতম পুরোধা। বাংলা কবিতায় অমৃত্যক্ষর ছন্দ প্রয়োগ করে তিনি বাংলা সাহিত্যে নুতন মাত্রা যোগ করেন।’

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন যশোর-২ আসনের এমপি এ্যাড. মনিরুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও পৌর মেয়র রফিকুল ইসলাম। আলোচনায় অংশ নেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ্যাড. মাহামুদ হাসান বুলু।

স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ ও সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।

সঞ্চলনা করেন যশোর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধান কুমার কুন্ড ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সভাপতি এটিও মাসুদুর রহমান।

আলোচনা সভার পূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মধুমঞ্চের প্রবেশ দ্বারে ফিতাকেটে ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সপ্তাহ ব্যাপী মধুমেলার শুভ সুচনা করেন।

চাকুরী জাতীয়করণের দাবীতে সিএইচসিপিদের অবস্থান কর্মবিরতি
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ৩ দিনের অবস্থান কর্মবিরতি পালন ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অবস্থান কর্মবিরতি পালনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি নিশাত সুলতানা রোজি, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য রেশমা খাতুন, বাবুল বিশ্বাস, জাহিদুল ইসলাম, সম্পা দেবনাথ, গৌতম প্রমুখ।
নেতৃবৃন্দ অবিলম্বে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী