শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বেনাপোলে মোবাইল স্ক্যানার ম্যাশিনের উদ্বোধন

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধপথে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে মোবাইল স্ক্যানার মেশিন স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) দুপুর ১টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশারেফ হোসেন ভূঁইয়া ফিতা কেটে স্ক্যানার মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় ভারত থেকে আমদানি করা একটি পণ্য বোঝায় ট্রাকের পরীক্ষামূলক স্ক্যান করা হয়।

জানা যায়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক বৃদ্ধিতে চিন সরকার ৯৬ কোটি টাকা মূল্যের ৪টি স্ক্যানার মেশিন অনুদান দেয়। এর আগে চায়না থেকে ৩টি স্ক্যানার মেশিন কেনা হয়। অনুদানের ৪টি স্ক্যানার মেশিনের মধ্যে একটি বেনাপোল বন্দরে, একটি মোংলা বন্দর, একটি চট্টগ্রাম বন্দর ও আর একটি ঢাকা কমলাপুর আইসিডিতে স্থাপন করা হয়েছে।
আর আগের কেনা ৩টি স্ক্যানার মেশিন রয়েছে চট্টগ্রাম বন্দরে। বাণিজ্য প্রসারে চলতি বছরে আরও কয়েকটি স্ক্যানার মেশিন আমদানি করা হবে বলেও জানা যায়।

এই স্ক্যানার মেশিনটির ছয় মাসের তত্তাবধানে থাকবে বাংলাদেশের ফাইবার নুকটেক নামে একটা বেসরকারি প্রতিষ্ঠান।
বন্দর সূত্রে জানা যায়, এই মোবাইল স্ক্যানার মেশিনের মাধ্যমে সম্পূর্ণ রূপে অবৈধ পণ্য চালান প্রবেশ রোধ করা সম্ভব হবে। পণ্যবাহী ট্রাকে ঘোষণা বহিঃভূত কোনো পণ্য থাকলে তা স্ক্যানার মেশিনে ছবির মতো ধরা পড়বে। এছাড়া স্থাপিত স্ক্যানার মেশিনটি বন্দরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সন্দেহ ভাজন পণ্যবাহী ট্রাক স্ক্যানার করতে পারবে।

স্ক্যানার মেশিন উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম্যান মোশারেফ হোসেন বন্দরের ৯ নম্বর গেট উদ্বোধন করেন। পরে বন্দর, কাস্টমস, ইন্টিগেটেড চেকপোস্ট ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য রেজাউল হোসেন, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হুসাইন চোধুরী, বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম, ফাইবার নুকটেকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জুলফিকার রহমান, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন ও বাংলাদেশ স্থলবন্দর ইমপ্লোয়েজ ইউনিয়নের সহসভাপতি মনির হোসেন মজুমদার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী