সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হট ফেবারিট ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা নিলো ফ্রান্স।
খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরো ২টি গোল যোগ করে ফরাসি খেলোয়াররা।

পুতিনের দেশে ফরাসি বিপ্লবে জয়ের উন্মাদনায় ভাসে গোটা ফুটবল বিশ্ব। আবারও ফরাসি বিপ্লব দেখলো বিশ্ববাসী। এবার পুতিনের দেশ রাশিয়ায়। এর আগে, ফুটবলে আরও একবার ফরাসি বিপ্লবের দেখা মিলেছিল, তবে সেটা ফ্রান্সেই। সময়টা ১৯৯৮ সাল। ঘরের মাঠে সে সময় ব্রাজিলিয়ানদের কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে ফরাসিরা। মাঝে ২০০৬ সালে ফাইনাল খেললো আরও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। দীর্ঘ দুই দশক পর আবারও বিশ্বকাপে ফরাসি বিপ্লব। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোটদের কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুললো জিনেদিন জিদানের উত্তরসূরিরা।

যদিও এদিন, শুরুটা ভালো হয়নি ফরাসিদের। বরং শুরু থেকেই উজ্জ্বল ছিল ক্রোয়েশিয়া। প্রথম ১৫ মিনিটের মধ্যে গোলের বেশ কয়েকটি সুযোগও পেয়েছিল তারা। তবে, ফিনিশিং দিতে পারেনি কেউ। উল্টো ১৮ মিনিটে ক্রোয়েশিয়ার মারিও মানজুকিকের আত্মাঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ১৮তম মিনিটে গ্রিজম্যানকে ফাউল করলে ফ্রি-কিক পায় ফ্রান্স। সেখান থেকে গ্রিজম্যানের নেওয়া কিক ক্রোট ফুটবলার মানজুকিকের মাথায় লেগে ঢুকে পড়ে ক্রোয়েশিয়ার জালে।

সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি ক্রোয়েশিয়া। ফ্রান্সের এগিয়ে যাওয়ার ৯ মিনিট পরই সমতায় ফেরে লুকা মদরিচরা। ম্যাচের ২৮তম মিনিটে ফরাসি ডিফেন্ডার ফাউল করলে ফ্রি-কিক পায় ক্রোয়েশিয়া। সেই বল সরাসরি গোলে না নিয়ে ডান দিকে বাড়ান। সেখান থেকে জটলার মধ্যে বল পেয়ে বল জালে পাঠান ইভান পেরিচিক। কিন্তু এর ১০ মিনিট পর আবারও এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের ৩৮তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান ২-১ করেন গ্রিজম্যান।

বিরতির পর আবারও জোড়া গোলের দেখা পায় ফ্রান্স। ম্যাচের ৫৯ মিনিটে পল পগবা স্কোরলাইন ৩-১ করার ৫ মিনিট পর ব্যবধান ৪-১ করেন এমবাপ্পে। অবশ্য এর তিন মিনিট পর ফরাসি গোলরক্ষকের ভুলে ব্যবধান ৩-২ করেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিক। এরপর জয়ের জন্য মরিয়া হয়ে খেললেও আর গোলের দেখা পায়নি ক্রোয়েশিয়া।

ফলে প্রথমবারের মতো শিরোপার খুব কাছাকাছি এসেও খালি হাতে বিদায় নিতো হলে ক্রোটদের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে ফাইম একাদশ, গদখালি ও পাথরঘাটা সেমিতে

কলারোয়ায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে ১ম, ২য় ও ৩য় খেলায় ফাইমবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে মাধবকাটিকে হারালো স্বাগতিকরা

কলারোয়ার কেঁড়াগাছিতে এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা সদরের মাধবকাটি ফুটবলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে সিরাজুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি আফিল
  • কলারোয়ার কাজীরহাটে প্রীতি ফুটবল ম্যাচে বোয়ালিয়ার সাথে ড্র স্বাগতিকদের
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে বাগঁআচড়ার সাথে ড্র স্বাগতিকদের
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কলারোয়ার খোরদোয় ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
  • এশিয়া কাপের শিরোপা জেতা হলো না টাইগার যুবাদের
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে পৌরসভা চ্যাম্পিয়ন
  • তালায় বঙ্গবন্ধু ফুটবল টূর্নামেন্টে সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ফিংড়িকে হারিয়ে ধুলিহর ইউনিয়ন চ্যাম্পিয়ন
  • শার্শার ধলদায় ফুটবল টুর্নামেন্টে বারোপোতাকে হারিয়ে বাঁগআচড়ার জয়
  • ফুটবল স্টেডিয়াম হয়ে গেল ঘন জঙ্গল!