মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করলো কলারোয়াবাসী

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করলো কলারোয়াবাসী।

২৬মার্চ মঙ্গলবার দিনভর বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নে সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা ও অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

বিভিন্ন শহীদ মিনার, শহীদবেদি ও স্মৃতিস্তম্ভে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে পুষ্পার্ঘ অর্পন করা হয়। শ্রদ্ধা জানিয়ে সংবর্ধনা দেয়া হয় শহীদদের পরিবারের সদস্যদের ও বীর মুক্তিযোদ্ধাদের।

প্রত্যুষে কলারোয়া কেন্দ্রীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘স্বাধীনতা’ পাদদেশে একে একে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, কলারোয়া প্রেসক্লাবসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠন, কলারোয়া সরকারি কলেজ, সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক ইন্সটিটিউটসহ বিভিন্ন সামজিক, অরাজনৈতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দ-প্রতিনিধি এবং বিভিন্ন বয়সীর সাধারণ মানুষরা।

পরে সারাদেশের সাথে একসঙ্গে কলারোয়া ফুটবল মাঠে হাজারো মানুষের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অবমুক্ত করা হয় শান্তির প্রতীক পায়রা। মূল ডায়েসে দাড়িয়ে কলারোয়াবাসীর প্রতি লিখিত ভাষন দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ। সেখানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। এরপর তদন্ত ওসি জেল্লাল হোসেনের নেতৃত্বে মার্চপাস্টের পর মনোজ্ঞ ডিসপ্লে, কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান। সেখানে আয়োজন করা হয় ক্রীড়ানুষ্ঠানের ও পুরষ্কার বিতরণ। সেসময় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা অফিসার্স ক্লাবে শিশুদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা।

পরে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বিএম নজরুল ইসলাম। ইউএনও আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমএ ফারুক ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শোভা রায়। সেখানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ।

বিকেলে প্রীতি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে, উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, কাজীরহাট কলেজ, চন্দনপুরের গয়ড়া বাজার, কেঁড়াগাছির বালিয়াডাঙ্গা, সরসকাটিসহ বিভিন্ন এলাকায় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সন্দ্বিপ রায়, পৌর কমিটির সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, উজ্জল দাস, জয় দাস, গোপাল ঘোষ বাবু, অসীম পাল বটুসহ অন্যরা পুষ্পমাল্য অর্পন করেন।

ক্যামেরায় বন্দি কিছু ছবি:

 

 

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা