মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বিজয়ের মাসে ক্যানভাস অব বাংলাদেশের সম্মাননা

বিজয়ের মাসে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ক্যানভাস অব বাংলাদেশ’-এর উদ্যোগে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সমাজের বিশিষ্ট ২০ ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘বিজয়ের ৪৬ বছরে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বানের পাশাপাশি সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশের দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

যাঁরা সম্মাননা পেয়েছেন : মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরেন দুরদানা ইপা, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বন্যপ্রাণীবিষয়ক লেখক ও গবেষক আলম শাইন, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক, আইন পেশায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এ বি এম বায়োজিত, তরুণ উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য ওয়াক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রিফাত হোসেন, ছড়াকার হিসেবে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ছড়াকার ও শিশুসাহিত্যিক আমাদের সময়ের সিনিয়র সাব-এডিটর অদ্বৈত মারুত, লেখক হিসেবে বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট মহসিন চৌধুরী, চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান, গ্রাফিকস ডিজাইনে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটর ও অনলাইন ইনচার্জ শামসুল হক রাসেল, টেলিভিশন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যমুনা টেলিভিশনের চিফ নিউজ এডিটর ফাহিম আহমেদ, অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এনটিভি অনলাইনের ইনচার্জ খন্দকার ফকরউদ্দিন আহমেদ জুয়েল, আইসিটি সেক্টরে বিশেষ অবদানের জন্য ই-সফটের সিইও আরিফুল হাসান অপু, ব্যাংকার হিসেবে বিশেষ অবদানের জন্য আহসান উল্লাহ খান নিপু, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য লায়ন ক্লাব অব ঢাকা ক্যাপিটালের সেক্রেটারি লায়ন শাখায়েত উল্লাহ আজাদ, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য মেহেরপুর পৌরসভার মেয়র মো. মাহফুজুর রহমান রিটন, আবাসন শিল্পে বিশেষ অবদানের জন্য আমিন মোহাম্মদ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক রমাজানুল হক নিহাদ, সংগঠন হিসেবে বিশেষ অবদানের জন্য কেসিআই ঢাকা ইয়াংয়ের লোকাল প্রেসিডেন্ট আজাহার মাহমুদ, শিক্ষাবিস্তারে বিশেষ অবদানের জন্য জয়যাত্রা একাডেমির প্রতিষ্ঠাতা কে এম নুরুল্লাহ হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক শেখ কবীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ, হাওলাদার গ্রুপের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. হাফিজ উদ্দীন ভূঁইয়া, লায়ন ম্যাগাজিন বাংলাদেশ এডিসনের এডিটর মো. বদিউল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এম ইয়াছিন আলী।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী