শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ অনিকের স্মরণ সভা

সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সংসদ-সদস্য মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র ছেলে অকালপ্রয়াত সাগ্নিক অনীক আজিজ স্বাক্ষর’র স্মরণে “অনীকের জন্য” আজ শুত্রুবার ১৬ মার্চ বিকাল ৩ টায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত স্বরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত থাকবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবং সভাপতিত্ব করবেন কামাল লোহানী। অনুষ্ঠানে অকালপ্রয়াত সাগ্নিক অনীক আজিজ স্বাক্ষরের প্রতি পুস্পার্ঘ্য অর্পণ,স্মরণ সংকলনের মোড়ক উন্মোচন, প্রামাণ্যচিত্র ও অনীকের ফ্রেমবন্দি আলোকচিত্র প্রদর্শনী।

তার এই স্মরণ সভায় “অনীকের জন্য উদ্যোগ” বেনজীর আহমেদ ও দীপংকর সাহা দিপুর লেখা হুবাহু পাঠকদের জন্য তুলেধরা হলো, “অনীক আজিজ স্বাক্ষর। ভালোবাসার প্রিয়মুখ। ‘অনীক’ মানে যোদ্বা। কমরেড মুস্তফা লুৎফুল্লাহ ও নাসরিন খান লিপি এক যোদ্ধা দম্পত্তি বটে। তাদের আত্মজ অনীক। ছোটবেলা থেকেই অনীককেও তারা গড়ে তুলেছেন যোদ্ধা হিসেবেই। মানুষের পক্ষে যে যুদ্ধ, ন্যায়ের পক্ষে যে যুদ্ধ, সত্যের পক্ষে যে যুদ্ধ, দেশের পক্ষে যে যুদ্ধ, তার অকুতোভয় সৈনিক অনীক। কখনো রাজপথে সাহসী মিছিলে বুক চিতিয়ে লড়াই করেছে অনীক, আবার কখনো জীবনযুদ্ধের নিত্যদিনের যোদ্ধা একেবারেই সাধারণ মানুষদের জীবনচিত্র ধারণ করেছে ক্যামেরায়। ছোটবেলা থেকেই অনীক সাম্যবাদী রাজনৈতিক ও জীবনদর্শনের সাথে পরিচিত হতে হতে বড় হয়েছে। সাধারণের কাতারেই ছিলো শেষ দিন অব্দি তার অবস্হান। ছাত্র মৈত্রীর মিছিলের সামনের সারিতেই ছিলো তার পা মেলানো কিন্তু কখনোই কাঠামোগত নেতৃত্বের সামনের সারিতে তাকে দেখা যায়নি। ওয়ার্কার্স পার্টির মিছিলে হেঁটেছে, মিছিলের ও মিছিলের মানুষের ছবি তুলেছে। জীবনবোধে চিরনির্মোহ, চিরনিরহংকারী। একটি মুহুর্তের জন্য সামান্যতম অহংকারবোধ তাকে আচ্ছন্ন করেনি। মানুষকে কখনোই কষ্ট দেয়নি অনীক। প্রকৌশল বিদ্যা অর্জনের পর কাঠামোগত পড়াশোনায় অনাগ্রহী অনীক ফটোগ্রাফির প্রশিক্ষণ নেয়। শিশু সাংবাদিকতায়ও ছিলো তার দখল। সাতক্ষরার মতো ভয়ংকর আগুনের গোলার মধ্যেও অনীক গণজাগরণ মঞ্চের সাহসী মিছিলের অগ্রসর সংগঠক। শত্রুর চোখে বালি দিয়ে মৃত্যুকে পরাজিত করতে পারলেও শেষ পর্যন্ত অনীক কোন খেয়ালের বশে, কোন অজানা অভিমানে আত্মহননের পথ বেছে নিয়েছে আকস্মিকভাবেই। মৃত্যু অনিবার্য কিন্তু এমন সাগ্নিকের এমনি চলে যাওয়া মেনে নেওয়ার মতো নয়। অকালে আমাদের সাগ্নিকেরা কেন চলে যায়। জীবনের দাবির চাইতে কবরের ঘুম কি এতোই বিরাট? আমরা অনীককে চিরপ্রয়াণের পথে হারাতে দেবো না।

আমরা অনীকের সমস্ত স্মৃতি ধরে রাখতে উদ্যোগী। আমরা মনে করি,অনীক কিংবা অনীকেরা কেবল একটি পরিবারের সন্তানমাত্র নয়, এমন সাগ্নিকেরা আমাদের সবার সন্তান। আমাদের সন্তান অনীক আজিজ স্বাক্ষরের স্মরণে আমরা আয়োজন করছি ‘অনিকের জন্য’ অনীকের প্রতি পুস্পার্ঘ্য অর্পণ,স্মরণ সংকলনের মোড়ক উন্মোচন, প্রামাণ্যচিত্র ও অনীকের তোলা আলোকচিত্র প্রদর্শনী সংবলিত” এ আয়োজনে সকলের
উপস্হিতি একান্ত কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা