সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বাংলাদেশ-ভিয়েতনামের মধ্যে তিন সমঝোতা

ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং এর বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে।

ভিয়েতনামের রাষ্ট্রপ্রধানের সফরের দ্বিতীয় দিন সোমবার দুই পক্ষে আলোচনা শেষে এসব সমঝোতা সই হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনামের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কোয়াং।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ভিয়েতনামের প্রেসিডেন্ট রবিবার ঢাকায় পৌঁছেন। সোমবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

সকাল ১০টায় ভিয়েতনামের রাষ্ট্রপ্রধান আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এ সময় শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শেষে শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা, ভিয়েতনামের পক্ষে তাদের রাষ্ট্রপ্রধান ত্রান দাই কুয়াং।

মৎস্য ও প্রাণিসম্পদে সহযোগিতা নিয়ে ২০১২ সাল থেকেই ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের সমঝোতা রয়েছে। সেটিই নবায়ন হয়েছে এবার।

বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ভিয়েতনামের পক্ষে কৃষি এবং গ্রাম উন্নয়নমন্ত্রী নুয়েন জুয়ান সেউয়ং এই চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।

শিল্পের যন্ত্রাংশ উৎপাদনে সহযোগিতার বিষয়ে সমঝোতায় কই করেন বাংলাদেশের শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং মিয়ানমারের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী কাও চুয়ক হুয়াং।

সাংস্কৃতিক বিনিময় নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান ও ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড্যাং থাই বিচ লিয়েন সমঝোতা স্মারকে সই করেন।

১৪ বছরের ভিয়েতনাম রাষ্ট্রপ্রধানের এই প্রথম সফরে দুই দেশের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনাম নেতা ত্রান দাই কোয়াংও।

সমঝোতা স্মারক সই শেষে দুই দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ হয়। এতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

‘ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর করা হবে’ : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা গতিশীলতা আনয়নের নিমিত্ত গঠিতবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান

জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে এসেবিস্তারিত পড়ুন

  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি ও কানাডার কর্টলার ইন্টারন্যাশন্যাল, রেসিন্ট ইন্টারন্যাশন্যালের মধ্যে সমঝোতা চুক্তি
  • চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • মোবাইল ছিনতায়কারীকে দৌড়ে ধরলেন ম্যাজিস্ট্রেট
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • পুলিশের ব্যাংকের যাত্রা শুরু
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী