বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে… মুস্তফা লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরার কলারোয়ায় সরকারের নানামুখী উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- জননেত্রী শেখ হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন। শত প্রতিকুলতার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষেই সম্ভব পদ্মা সেতু নির্মাণসহ বড় বড় মেগা প্রকল্প হাতে নেয়া। তাঁর পক্ষেই সম্ভব সকল চাকুরেদের বেতন একধাপে দ্বিগুণ করে দেয়া। দেশের বিদ্যুৎ সমস্যার সমাধান করে আজ ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে দেয়া সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন বলেন- মানুষ আজ ঘরে বসে অনেক সেবা গ্রহণ করছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে দেশ আজ সামনের দিকে সমান তালে এগিয়ে যাচ্ছে। তাই এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার সরকারের প্রতি সমর্থন দেয়ার আহ্বান জানান তিনি।

কলারোয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের অধীন পলিথিন ব্যবহারের অপকারিতা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের প্রয়োজনীয়তাসহ খাদ্যে ভেজাল প্রতিরোধ এবং সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ।

এসময় কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অধ্যাপক আবু বক্কর ছিদ্দিকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, অধ্যক্ষ মনিরা বেগম, অধ্যক্ষ মাওলানা মুহা. আইয়ুব আলি, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, আব্দুল হান্নান, উপজেলা ওয়ার্কার্স পার্টির নেতা সন্তোষ পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ আশিকুর রহমান মুন্না, জেলা তথ্য অফিসের জাহাঙ্গীর আলম, মীর আজিবুর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, জুলফিকার আলিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও সুধিজন অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও দেখানো হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

কলারোয়ার দমদম বাজার মার্কেটের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বেড়েই চলেছে করোনা সংক্রমন
  • কলারোয়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
  • কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • কলারোয়ায় দলীলি সম্পত্তি জবরদখল ঠেকাতে সংবাদ সম্মেলন
  • ‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • কলারোয়ায় মন্দিরে মন্দিরে দূর্গাদেবীর আবির্ভাব ঘটাতে চলছে রং-তুলির আচঁড়
  • কলারোয়ার জয়নগর বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি গঠন
  • সংবাদ প্রকাশের পর আপডেট হলো কলারোয়া প্রশাসনের সরকারি ওয়েবসাইটের তথ্য
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনু্ষ্ঠিত
  • কলারোয়ায় ১নং সীমান্ত পিলার এলাকা পরিদর্শনে ভূমি দপ্তরের বাংলাদেশ-ভারত শীর্ষ কর্তারা